কাঁচরাপাড়ায় বিজেপির পদযাত্রা

কাঁচরাপাড়ায় বিজেপির পদযাত্রা। ১৯৭৯ সালে মরিচঝাঁপি গনহত্যায় শহিদদের স্মরণে করতে বিজেপি পদযাত্রা কাঁচরাপাড়ায়৷ মঙ্গলবার বিকেলে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেলের উদ্যোগ একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল৷ মিছিলটি কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে গান্ধি মোড় হয়ে সার্কাস ময়দানে গিয়ে শেষ হয়৷ উপস্থিত ছিলেন, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেলের কনভেনার স্বপন দাস সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলার দুই সহ সভাপতি বিনোদ শর্মা এবং বিনোদ গোড়,মহিলা মোর্চার সভাপতি পিয়ালি দুবে, বীজপুর মন্ডল-১ এর সভাপতি অমিত মন্ডল সহ কর্মী-সমর্থকরা।

 

এদিন সহ-সভাপতি বিনোদ শর্মা বলেন,১৯৭৯ সালে মরিচঝাঁপির ঘটনা বাংলার একটি কলঙ্কিত অধ্যায়৷ ওইদিন সুন্দর জেলায় মরিচঝাঁপি দ্বীপে উদ্বাস্তুদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার৷ ঘুমন্ত অবস্থায় শিশু ও মহিলাদের পুড়িয়ে হত্যা করা হয়েছিল৷ সেদিনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা বাংলা৷ যদিও বাংলা থেকে অত্যাচারী বামফ্রন্ট সরকার বিদায় নিলেও,তৃণমূল সরকারের জামানাতেও বিচার পায়নি দোষীরা ৷ তাই সেদিনের গনহত্যায় শহিদদের স্মরণ ও বিচারের দাবিতে এদিনের পদযাত্রা৷

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

উল্লেখ্য, ১৯৭৯ সালে মরিচঝাঁপি গনহত্যায় শহিদদের স্মরণে করতে বিজেপি পদযাত্রা কাঁচরাপাড়ায়৷ মঙ্গলবার বিকেলে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেলের উদ্যোগ একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল৷ মিছিলটি কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে গান্ধি মোড় হয়ে সার্কাস ময়দানে গিয়ে শেষ হয়৷ উপস্থিত ছিলেন, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাস্তু সেলের কনভেনার স্বপন দাস সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলার দুই সহ সভাপতি বিনোদ শর্মা এবং বিনোদ গোড়,মহিলা মোর্চার সভাপতি পিয়ালি দুবে, বীজপুর মন্ডল-১ এর সভাপতি অমিত মন্ডল সহ কর্মী-সমর্থকরা।

 

এদিন সহ-সভাপতি বিনোদ শর্মা বলেন,১৯৭৯ সালে মরিচঝাঁপির ঘটনা বাংলার একটি কলঙ্কিত অধ্যায়৷ ওইদিন সুন্দর জেলায় মরিচঝাঁপি দ্বীপে উদ্বাস্তুদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার৷ ঘুমন্ত অবস্থায় শিশু ও মহিলাদের পুড়িয়ে হত্যা করা হয়েছিল৷ সেদিনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা বাংলা৷ যদিও বাংলা থেকে অত্যাচারী বামফ্রন্ট সরকার বিদায় নিলেও,তৃণমূল সরকারের জামানাতেও বিচার পায়নি দোষীরা ৷ তাই সেদিনের গনহত্যায় শহিদদের স্মরণ ও বিচারের দাবিতে এদিনের পদযাত্রা৷