রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকসভার

রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকসভার। রাজ্য জুড়ে সার, কীটনাশক ও বীজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লাগামছাড়া কালোবাজারির বিরুদ্ধে মঙ্গলবার চোপড়া ব্লকের সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় ৩১নং জাতীয় সড়ক ও লালবাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত কৃষক সভা চোপড়া ব্লক কমিটি।এই দুই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা চোপড়া ব্লক সম্পাদক বিষ্ণুপদ দাস, সংগঠনের নেতা আফজাল হোসেন, লতিফুল রহমান, সিপিএম নেতা দবিরুল ইসলাম, আনসারুল হক সহ অনেকে।

 

এই পথ অবরোধে দুটো স্থানেই ব্যাপক জানজটের সৃষ্টি হয়।কৃষক সভার পক্ষে বিষ্ণুপদ দাস জানান ,সার ও কীটনাশকের কালোবাজারির বিষয় প্রশাসনকে বহুবার বহুভাবে বলা হয়েছে, তবু কিছু ব্যবসায়ী, শাসক দলের নেতা ও আধিকারীকদের যৌথ উদ্যোগে এই কালোবাজারি চলছে। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ, এর পরেও তাদের টনক না নড়লে আরও ব্যাপক আন্দোলনে যেতে হবে।

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

উল্লেখ্য, রাজ্য জুড়ে সার, কীটনাশক ও বীজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লাগামছাড়া কালোবাজারির বিরুদ্ধে মঙ্গলবার চোপড়া ব্লকের সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় ৩১নং জাতীয় সড়ক ও লালবাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত কৃষক সভা চোপড়া ব্লক কমিটি।

 

এই দুই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা চোপড়া ব্লক সম্পাদক বিষ্ণুপদ দাস, সংগঠনের নেতা আফজাল হোসেন, লতিফুল রহমান, সিপিএম নেতা দবিরুল ইসলাম, আনসারুল হক সহ অনেকে। এই পথ অবরোধে দুটো স্থানেই ব্যাপক জানজটের সৃষ্টি হয়।কৃষক সভার পক্ষে বিষ্ণুপদ দাস জানান ,সার ও কীটনাশকের কালোবাজারির বিষয় প্রশাসনকে বহুবার বহুভাবে বলা হয়েছে, তবু কিছু ব্যবসায়ী, শাসক দলের নেতা ও আধিকারীকদের যৌথ উদ্যোগে এই কালোবাজারি চলছে। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ, এর পরেও তাদের টনক না নড়লে আরও ব্যাপক আন্দোলনে যেতে হবে।