দশ দিন ধরে চলছে ইজরায়েল হামাসের যুদ্ধ। চারিদিকে শুধু মৃতের স্তূপ। হামাসকে পাল্টা দিতে ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। গাজা ছাড়ার জন্য প্যালেস্তানীয়দের কড়া সতর্কতাও দেওয়া হচ্ছে ইজরায়েলি সেনার তরফে। সোমবারই এ বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরমধ্যেই খবর, বুধবার যুদ্ধবিধ্বস্থ ইজরায়েলে যেতে পারেন তিনি।
আরও পড়ুন: পুজোর মরশুমে রাজভবনে কুণাল ঘোষ
গাজা আক্রমণ নিয়ে সোমবার প্রথম নেতানিয়াহু সরকারের বিরোধিতা শোনা যায় জো বাইডেনের গলায়। বলেছিলেন, “গাজায় যদি ইজরায়েল নিজেদের দখলদায়িত্ব কায়েমের চেষ্টা করে, তাহলে তা বিশাল বড় ভুল হবে।” গত দশদিন ধরে লাগাতার যুদ্ধের মধ্যে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলের কোনও পদক্ষেপের প্রকাশ্যে বিরোধিতা করল। আর সেই পরিস্থিতির মধ্যেই বুধবার ইজরায়েল সফরে আসছেন তিনি। যদিও এই নিয়ে হোয়াইট হাউসের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলের কোনও পদক্ষেপের প্রকাশ্যে বিরোধিতা করল। আর সেই পরিস্থিতির মধ্যেই বুধবার ইজরায়েল সফরে আসছেন তিনি। যদিও এই নিয়ে হোয়াইট হাউসের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
গত দু’দিনে ইজরায়েলের পরিস্থিতি অনেকটাই বদলেছে। হামাসের হামলার প্রত্যাঘাত হিসাবে আকাশপথে গাজাকে রীতিমতো ছাড়খার করে দিয়েছে ইজরায়েল। এবার স্থলপথেও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা। ইতিমধ্যে সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন হয়েছে। এই নিয়ে বাইডেন টেলিভিশনে বলেন, “হামাস যেমন সমস্ত প্যালেস্তাইনের প্রতিনিধিত্ব করছে না, ঠিক তেমনই এটাও মনে করি যে, ইজরায়েল যদি ফের গাজা দখলের চেষ্টা করে, তবে সেটা ভুল কাজ হবে।”
ইজরায়েলকে সামরিক সাহায্য করার আশ্বাস দেওয়ার পাশাপাশি গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাইডেন তেল আভিভ যেতে পারেন। অবশেষে জানা গিয়েছে, বুধবার সেখানে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল ও গাজায় নাগরিকদের মানবিক সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান বাইডেন।
ইজরায়েলকে সামরিক সাহায্য করার আশ্বাস দেওয়ার পাশাপাশি গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাইডেন তেল আভিভ যেতে পারেন। অবশেষে জানা গিয়েছে, বুধবার সেখানে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল ও গাজায় নাগরিকদের মানবিক সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান বাইডেন।