Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ফের কলকাতায় ডেঙ্গিতে বলি এক, পরিস্থিতি আশঙ্কাজনক

ফের কলকাতায় ডেঙ্গিতে বলি এক, পরিস্থিতি আশঙ্কাজনক

ফের কলকাতায় ডেঙ্গিতে বলি এক, পরিস্থিতি আশঙ্কাজনক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পরিবারের সকলের একসঙ্গে ডেঙ্গি হলে কী করবেন, জানুন

ফের রাজ্যে ডেঙ্গিতে বলি এক। এই নিয়ে ডেঙ্গিতে মৃত্যুসংখ্যা ৫০ ছুঁয়ে ফেলল। এবার মৃত্যু হল ঠাকুরপুকুরের এক বাসিন্দার। মৃতের নাম পরেশ সাউ। ডেঙ্গির বাড়বাড়ন্ত অব্যাহত রাজ্যজুড়ে (Dengue Scare)।

আরও পড়ুনঃ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক

মৃতের পরিবারের দাবি, ৬৩ বছরের ওই ব্যক্তিকে গত ২৯ সেপ্টেম্বর নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধেয় তিনি মারা যান (Dengue Death)। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।  এই নিয়ে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫০ জনের। প্রসঙ্গত, পুজোর মুখে ভয়াবহ আকার নেওয়া ডেঙ্গি পুজোর সময়ে আরও বাড়তে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে রেখেছেন বিশেষজ্ঞরা।

 

কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন পরেশ সাউ। এলাকায় পাকা রাস্তা নেই। নিকাশি বেহাল। প্রতিবার বর্ষায় জমা জল ঠেলে যাতায়াত করতে হয়। স্থানীয় তৃৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের প্রতিবেশীরা। কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

এমনিতেই রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal) ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত (Dengue Infection) হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪৬ হাজার ১৪০। চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ।

 

শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। বছরের শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০ হাজার ১৪৫। কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত ৫ হাজার ৭০১ জন। মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮। ডেঙ্গি সংক্রমণের পরিসংখ্যানে পিছিয়ে নেই, অন্যান্য জেলাও। চতুর্থ স্থানে রয়েছে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। হুগলিতে আক্রান্ত ৩ হাজার ৮৩, হাওড়ায় ২ হাজার ২২৮, ঝাড়গ্রামে ১ হাজার ৫১০।

 

১ হাজার ৬৬৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মালদায়। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১ হাজার ৬১৪। এবং পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ২২৫। চিকিৎসক রাহুল জৈনের মতে, ‘জ্বর হলে প্রথম দিনেই পরীক্ষা করাতে হবে। বাড়িতে থাকলে প্লেটলেট, পিসিবি, লিভার ফাংশন টেস্ট রোজ করাতে হবে। পেটব্যাথা, মাথা ঘোরানো, বমি হলে হাসপাতালে নিয়ে যেতে হবে।’ এছাড়াও ডেঙ্গি ছড়িয়েছে পশ্চিম বর্ধমান(১ হাজার), ডায়মণ্ডহারবার (৮৬১), পূর্ব বর্ধমান (৭৬৪), বাঁকুড়া (৪৪৭), পূর্ব মেদিনীপুর (৪১৯), নন্দীগ্রাম (১৯৫) ও পুরুলিয়ায় (২০৮)। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, সতর্ক ও সচেতন থাকার। জ্বর হলেই পরীক্ষা করাতে হবে ডেঙ্গি। মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top