জ্যোতিপ্রিয় গ্রেফতারের পর ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন মন্ত্রী পিএ

জ্যোতিপ্রিয় গ্রেফতারের পর ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন মন্ত্রী পিএ

বৃহস্পতিবার মধ্য রাতে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর আজ তার আপ্ত সহায়ক অমিত দে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিল। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অমিত। এর আগেও তাঁর সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না বলেই ইডির কাছে জানিয়েছেন অমিত দে।

আরও পড়ুনঃ রবিঠাকুরের নাম ফলক থেকে সরানো নিয়ে এবার কেন্দ্রকে পরামর্শ মমতার

শুধু তাই নয়, এমনও শোনা যাচ্ছে, ইডির কাছে অমিত দে বলেন, লেনদেন আগের আপ্তসহায়কের আমলেই হয়েছে। এদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোনোর সময় অমিত দে বলেন, “যেদিন ইডি বাড়ি গিয়েছিল, সেদিনই মোবাইল সিজ করেছিল। তবে আজ খুলে দেখেছে।” অমিত দের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানকে নিয়ে তাঁকে কোনও প্রশ্ন করা হয়নি।

 

অমিত বলেন, “দুর্নীতি নিয়ে আমি কিছু জানি না। আমাকে কিছু বলেওনি। ওনার (মন্ত্রী) সঙ্গে সঙ্গে থাকি বলে জানতে চেয়েছে আর কিছু জানি কি না। বাকিবুর রহমানের সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি না? আমি চিনতাম বাকিবুর রহমানকে, অফিসে আসতেন। ডিপার্টমেন্টে যেভাবে সবাই আসতেন, সেভাবেই আসতেন।”

 

এদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোনোর সময় অমিত দে বলেন, “যেদিন ইডি বাড়ি গিয়েছিল, সেদিনই মোবাইল সিজ করেছিল। তবে আজ খুলে দেখেছে।” অমিত দের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানকে নিয়ে তাঁকে কোনও প্রশ্ন করা হয়নি। এদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোনোর সময় অমিত দে বলেন, “যেদিন ইডি বাড়ি গিয়েছিল, সেদিনই মোবাইল সিজ করেছিল। তবে আজ খুলে দেখেছে।” অমিত দের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানকে নিয়ে তাঁকে কোনও প্রশ্ন করা হয়নি।

 

অমিত বলেন, “দুর্নীতি নিয়ে আমি কিছু জানি না। আমাকে কিছু বলেওনি। ওনার (মন্ত্রী) সঙ্গে সঙ্গে থাকি বলে জানতে চেয়েছে আর কিছু জানি কি না। বাকিবুর রহমানের সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি না? আমি চিনতাম বাকিবুর রহমানকে, অফিসে আসতেন। ডিপার্টমেন্টে যেভাবে সবাই আসতেন, সেভাবেই আসতেন।”অমিত বলেন, “দুর্নীতি নিয়ে আমি কিছু জানি না। আমাকে কিছু বলেওনি। ওনার (মন্ত্রী) সঙ্গে সঙ্গে থাকি বলে জানতে চেয়েছে আর কিছু জানি কি না। বাকিবুর রহমানের সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি না? আমি চিনতাম বাকিবুর রহমানকে, অফিসে আসতেন। ডিপার্টমেন্টে যেভাবে সবাই আসতেন, সেভাবেই আসতেন।”

en.wikipedia.org