ভোর ৫.৩০ থেকে ৬টার মধ্যে হাওড়া ফরসোর রোড একটি কাপড়ের গোডাউনে আগুন ঘটনার স্থলে দমকলের ১২ টি ইঞ্জিন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা। এবং পাশেই রয়েছে পেট্রোল পাম্প । বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রোল পাম্প ও হাওড়া ফরসোর রোড যানবাহন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। জল নেভানোর জন্য তিনটি পাম্পও নিয়ে যাওয়া হয়েছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে।
নজর দাড়ি রাখছেন শিবপুর থানা ও হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্তের আধিকারিকরা। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। যাতে দুর্ঘটনা না ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রীপাঠী ও দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বাবু বলেন আমি ৬টা ১৫ নাগাদ খবর পাই সেইমত দমকলের ব্যাবস্থা করি আমাদের ১২ টি ইঞ্জিন কাজ করছে। সকাল সাড়ে ন’টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দমমকল সূত্রে খবর। সাড়ে ১১টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
আরও পড়ুনঃ নিয়ম মাফিক তার স্বাস্থ্য পরীক্ষা করাতে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হল কমান্ড হাসপাতালে
তবে এটা বড় গোডাউন দশ হাজার স্কোয়ারফুট। এই সমস্ত গোডাউনে কোনো ব্যাবস্থা রাখে না। কেউ গোডাউন কিনে অন্য কাউকে ভাড়া দিয়ে দেয় কিন্তু কোনো নিয়ম মানে না। এই ব্যাপারে ফরেন্সিক তদন্ত হবে এবং এফ আই আর ও করা হবে। তিনি আরো বলেন বেশ কয়েকটি আগুন লাগার ক্ষেত্রে এফ আই আর করা হয়েছে। এক্ষেত্রে ও আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ফোরশোর রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। সেখান থেকে কারখানা সংলগ্ন ওই গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। আগুন নেভাতে ইতিমধ্যেই তত্পর হন দমকল কর্মীরা। কী ভাবে ওই আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর। কী ভাবে ওই আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।