১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিলেন রেলবোর্ডের নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা

১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিলেন রেলবোর্ডের নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার তাঁকে নিয়োগ করে। এর আগে রেলবোর্ডের একেবারে শীর্ষ পদে কোনও মহিলা ছিলেন না। রেল মন্ত্রকের ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই গুরুদায়িত্ব সামলাচ্ছেন।এই পদে তাঁর আগে ছিলেন অনিল কুমার লাহোটি। ভারতের মতো জনবহুল দেশে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রেলপথ। তাই রেলকে ‘দেশের লাইফলাইন’ও বলা হয়ে থাকে। সেই রেলের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থার প্রধান হিসাবে এক মহিলার স্থান পাওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জয়া ঢাকাতে ভারতীয় হাই কমিশনে রেলওয়ে উপদেষ্টা পদে কাজ করেছেন ।  মৈত্রী এক্সপ্রেস শুরু করার পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।এত বছরে কখনও কোনও মহিলা এই পদে  বসেনি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রেলওয়ে বোর্ড।  চেয়ারম্যান এবং সিইও পদে সিনহার নিয়োগ ইতিহাসে একটি মাইলস্টোন।

নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা
নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা

 

জয়া ভার্মা সিনহা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী। ১৯৮৮ সালে ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসে IRTS যোগদান করেন তিনি।  বর্তমানে রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে বোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্টের সদস্য হিসাবে কাজ করছেন।

 

নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা
নতুন মহিলা চেয়ারপার্সন এবং সিইও জয়া ভার্মা সিনহা

জয়া সিনহা সম্প্রতি  বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনার পরে জটিল সিগন্যালিং সিস্টেম ব্যাখ্যা করেছিলেন। রেলের জটিল সিগন্যালিং সিস্টেমের বিষয়টি সাধারণের বোঝার উপযোগী করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি।তিনি  মালবাহী এবং যাত্রী পরিষেবাগুলির সামগ্রিক পরিবহনের জন্য দায়ী ৷ শুক্রবার, ১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করছেন তিনি। আগামী বছর ৩১ অগাস্ট পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। হিসেবমতো ১ অক্টোবর তাঁর অবসর গ্রহণের কথা। কিন্তু অবসরের দিনই তাঁকে পুনর্বহাল করা হবে, তাঁর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত।তিনি চার বছর ধরে ভারত, ঢাকা, বাংলাদেশের হাই কমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।তাঁর আমলে কলকাতা থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছিল। তিনি পূর্ব রেল, শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।জয়া ভার্মা সিনহার  নিয়োগ ভারতীয় রেলওয়ের শতাব্দীপ্রাচীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।  এত বছরে কখনও কোনও মহিলা এই পদে  বসেনি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রেলওয়ে বোর্ড।  চেয়ারম্যান এবং সিইও পদে সিনহার নিয়োগ ইতিহাসে একটি মাইলস্টোন।

আরও পড়ুন –এই আবহাওয়ায় রাজ্য়ে ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি।২১ জনের মৃত্য়ুর খবর সামনে এসেছে।

অবশ্য নিজের যোগ্যতাতেই এই স্থানে বসেছেন জয়া। তবে রেল প্রশাসনের একাধিক উচ্চ পদে নারীদের নিয়ে এসে লিঙ্গ সচেতনতামূলক বার্তাও রেল মন্ত্রক দিতে চলেছে বলে মনে করা হচ্ছে