রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল বিনামূল্যে ট্যাবলেট কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ট্যাব ফেরত চাইছে সরকার।

রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল বিনামূল্যে ট্যাবলেট কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ট্যাব ফেরত চাইছে সরকার।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল বিনামূল্যে ট্যাবলেট কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ট্যাব ফেরত চাইছে সরকার।পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া ট্যাবলেট সিম সহ ফেরত চাইছে সরকার! ২০২২ সালের মে মাসে হরিয়ানা সরকারের তরফে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৫ লক্ষ পড়ুয়াকে বিনামূল্য়ে ট্যাবলেট দেওয়া হয়েছিল ই-অধিগাম প্রকল্পে।ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সুবিধার জন্য রাজ্য সরকারের তরফে বিনামূল্যে ট্যাবলেট (Tablet) দেওয়া হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই ট্যাব ফেরত চাইছে সরকার। এমনই নির্দেশিকা এসে পৌঁছেছে হরিয়ানার (Haryana) সমস্ত স্কুলে। গত বছর বিজেপি-জেজেপি জোট সরকারের তরফে জনকল্যাণ প্রকল্পে পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দেওয়া হয়েছিল। এবার ডিরেক্টরেট অব স্কুল এডুকেশনের (Directorate of School Education) তরফে সমস্ত স্কুলের প্রিন্সিপালদের কাছে চিঠি পাঠিয়ে পড়ুয়াদের থেকে সেই ট্যাব ফেরত নেওয়া হবে। যদি কোনও পড়ুয়া ট্যাব ফেরত না দেয়, তবে তাঁকে যেন পরবর্তী শ্রেণির জন্য রোল নম্বর না দেওয়া হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের তাদের স্কুলে ট্যাবলেট জমা দিতে বলা হয়েছে।

 

 

ডিরেক্টরেট অব স্কুল এডুকেশনের নির্দেশিকায় জানানো হয়েছে, দশম শ্রেণির পড়ুয়া, যারা উচ্চশিক্ষার স্তরে প্রবেশ করবে, তাদের অবশ্যই স্কুলে ট্য়াবলেট জমা দিতে হবে। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রেও একই নিয়ম জারি করা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকদের বলা হয়েছে, সরকারি হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের ট্য়াবলেট ফেরত দিতে হবে। একইসঙ্গে চার্জার, সিম কার্ড ও অন্যান্য জিনিস, যা ট্যাবলেটের সঙ্গে দেওয়া হয়েছিল, তা স্কুলে জমা দিতে হবে। ফাইনাল পরীক্ষার রোল নম্বর পাওয়ার আগেই পড়ুয়াদের এই ট্যাব জমা দিতে হবে। যদি কোনও পড়ুয়া সরকারের দেওয়া ট্যাবলেট ফেরত না দেয়, তবে তাঁকে পরীক্ষৈয় বসার জন্য রোল নম্বর দেওয়া হবে না। একইসঙ্গে আরও জানানো হয়েছে, যদি কোনও পড়ুয়া ট্যাবলেটের বাক্স ফেরত দিতে না পারে, তবে যেন পার্মানেন্ট মার্কার দিয়ে ট্যাবলেটের পিছনে আইএমইআই নম্বর লিখে দিতে হবে।

 

 

স্কুলের শিক্ষকদের একটি রেকর্ডও রাখতে বলা হয়েছে যেখানে পড়ুয়াদের নাম, অভিভাবকের নাম, ট্যাবলেটের সিরিয়াল নম্বর, পড়ুয়ার আধার কার্ড নম্বর এবং ট্যাবলেট বা চার্জার যদি ভাঙা বা নষ্ট হয়, তা উল্লেখ করার জায়গা রাখতে হবে। যদি দশম বা একাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুল বদল না করে, তবে তারা নিজেদের কাছে ট্যাবলেট রাখতে পারবে, তবে এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকেই ট্যাবলেটের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন –অনেকের অপছন্দ উচ্ছে-করলা ! এই উপায়ে রান্না করলে চেটেপুটে খাবেন

 

কেন ফেরত নেওয়া হচ্ছে ট্যাবলেট?
হরিয়ানা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ট্যাবলেট ফেরত নেওয়ার পরে তা নতুন পড়ুয়াদের দেওয়া হবে, যারা দশম, একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top