ব্যারাকপুরকাণ্ডে ধরা পড়ল দুই অভিযুক্ত

ব্যারাকপুরকাণ্ডে ধরা পড়ল দুই অভিযুক্ত ,ব্যারাকপুরে ডাকাতি এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। পুলিশকে নিয়ে ওই লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) লাগাতার কটাক্ষের মধ্যেই ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জন পাকড়াও হয়েছেন হাওড়ার (Howrah) বাঁকড়া থেকে। অন্য জনকে ধরা হয়েছে বীরভূমের (Birbhum) মুরারই থেকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের ধরতে তাদের কাছে সূত্র ছিল একটি ব্যাগ। যেটি এক অভিযুক্তের। ওই ডাকাতি এবং খুনের ঘটনায় মোট তিন জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে দু’জনের নাম মেলে।

 

 

 

 

 

 

 

ওই ডাকাতি এবং খুনের ঘটনায় মোট তিন জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে দু’জনের নাম মেলে। তদন্তে উঠে আসে লাইসেন্সটি যে বাইকের তা একাধিক বার হাতবদল হয়েছে। শেষ পর্যন্ত বাইকটি ছিল সফিকের জিম্মায়। শুরু হয় তাঁর খোঁজ। জানা যায়, সফিক থাকেন কামারহাটি এলাকায়। তবে তাঁর মোবাইল নম্বরে যত বারই ফোন করা হয়েছে তত বারই বন্ধ পেয়েছে পুলিশ। সন্দেহ গাঢ় হয়। এর পরে শুরু ওই মোবাইলটির টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা। যে মুহূর্তে ফোনটি ‘অন’ হয় তার খোঁজ পেয়ে যান তদন্তকারীরা। এর পর শুক্রবার গভীর রাতে রহড়ার একটি আবাসন থেকে তাঁকে আটক করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় দু’জনের খোঁজ মেলে।

 

 

 

 

আরও পড়ুন – শান্তি ফিরছে মণিপুরে, কিছু এলাকায় শিথিল কার্ফু,

 

 

 

 

পুলিশের একটি সূত্রে খবর, ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে একটি ব্যাগ পান তদন্তকারীরা। সেটি ওই দুষ্কৃতীদের ফেলে যাওয়া বলে সন্দেহ করা হয়। ব্যাগ খোলার পর মেলে মোটর বাইকের লাইসেন্স। বস্তুত, বুধবার সন্ধ্যায় আনন্দপুরীতে সোনার দোকানে যে দুষ্কৃতীরা ঢোকে তাদের মাথায় ছিল বাইকের হেলমেট।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )