Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থাম গান, জমিয়ে নাচলেন রণবীর-ধনশ্রী

মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থাম গান, জমিয়ে নাচলেন রণবীর-ধনশ্রী

মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থাম গান, জমিয়ে নাচলেন রণবীর-ধনশ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থাম গান, জমিয়ে নাচলেন রণবীর-ধনশ্রী

বিশ্বকাপের বাকি আর মাত্র ২ সপ্তাহ। তারপরই শুরু হয়ে যাচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। এই প্রথম ভারত এককভাবে আয়োজন করছে ওয়ান ডে বিশ্বকাপ। আর বিশ্বকাপের বোধন হয়ে গেল বুধবার। এদিন দুপুর ১২টা বাজতেই বিশ্বকাপের অ্যান্থেম গান মুক্তি পেল। ওয়ান ডে এক্সপ্রেসের মধ্যে জমিয়ে নাচলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও ধনশ্রী (Dhanashree)।

আরও পড়ুনঃ মহিলা সংরক্ষণ বিল নিয়ে সনিয়া মুখে রাজীব গান্ধীর অবদান

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কি না, নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রাখা হয়নি লেগস্পিনারকে। কিন্তু বিশ্বকাপের অ্যান্থেমে ঝড় তুললেন তাঁর স্ত্রী ধনশ্রী। রণবীরের সঙ্গে পাল্লা দিয়ে নাচলেন তিনি।

পুরো ভিডিওটিই একটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে দেখানো হয়েছে। ট্রেনটির নাম, ওয়ান ডে এক্সপ্রেস। সেখানে দেখা যাচ্ছে, রণবীরকে দেখেই ট্রেনের সওয়ারিরা উচ্ছ্বসিত। ব্যতিক্রম এক কিশোর। সে নির্লিপ্ত। যা দেখে রণবীরের প্রশ্ন, ‘তুমি কি ফ্যান নও?’ কিশোরের পাল্টা প্রশ্ন, ‘ফ্যান হতে গেলে কী লাগে?’ তারপরই নাচে-গানে কিশোরকে ওয়ান ডে বিশ্বকাপের রোমাঞ্চ বোঝাচ্ছেন রণবীর। ট্রেনের ছাদে গাইছেন, বাজাচ্ছেন সুরকার প্রীতম। ট্রেনের মধ্যে ‘দিল জশন জশন বোলের’ তালে রণবীরের সঙ্গে নেচেছেন ধনশ্রী।

 

১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। আর এই প্রথম ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) এককভাবে আয়োজন করছে ভারত (BCCI)। ৫ অক্টোবর শুরু টুর্নামেন্ট। হাতে আর মাত্র ১৪ দিন। তার আগে বিশ্বকাপের অ্যান্থেম মুক্তি পেল আজ বুধবার, ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায়।

 

দিল জশন বোলে। গানটির সুরকার প্রীতম। গানের ভিডিওতে দেখা গেল রণবীর সিংহকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোমোতেও দেখা গিয়েছে বলিউডের অভিনেতাকে। বিশ্বকাপের অ্যান্থেমে রণবীর পরে আছেন নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন ব্লেজার। মানানসই টুপি।

 

২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম দিল জশন বোলে।

 

বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। আমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগের দিন ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। সেই অনুষ্ঠানেও নিশ্চিতভাবেই থাকবে চমক।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top