অভিষেকের মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ

বিজেপি জমিদাররা নিশ্চিন্ত থাকুন, বাংলার সামনে মাথা নত করতেই হবে,' অভিষেক

নিয়োগ মামলায় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছিল। বুধবার ছিল এই মামলার শুনানি। তবে বুধবার বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, তারা সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করবে না।

আরও পড়ুন: ‘বিশ্বকাপ জেতার জন্য নিজের পুরোটা উজাড় করে দেব,’ রোহিত শর্মা

নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ সেপ্টেম্বর সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এদিকে ২ ও ৩ অক্টোবর তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। পরের দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর টুইট করে অভিষেক সেকথা জানিয়েও দেন। অভিষেক স্পষ্টভাবে জানান, ৩ তারিখ তিনি দিল্লিতে মানুষের জন্য আন্দোলনে উপস্থিত থাকবেন। ক্ষমতা থাকলে কেউ তাঁকে আটকে দেখাক।

 

অভিষেকের এই টুইট প্রসঙ্গ উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তা শুনে বিচারপতি অমৃতা সিনহা ইডিকে স্পটভাবে জানিয়েছিলেন, ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়। তারপরেই তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বুধবার সেই মামলার শুনানিতে প্রকারান্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তুলোধনা করলেন বিচারপতি সৌমেন সেন।

 

আদালতের প্রশ্ন, তদন্তের স্বার্থে যদিও সিইওকে ডাকা হয়, তাহলে সমস্যা কোথায়? তিনি আরও জানান, তদন্তে সন্দেহ হলে সিঙ্গল বেঞ্চ কাউকে ডেকে পাঠানোর নিদেশ দিতেই পারে, এতে কোনও অসুবিধা নেই। অভিষেকের উদ্দেশেও তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি তো সাংসদ, আপনার সম্পত্তির খতিয়ান তো নির্বাচন কমিশনকে দিতেই হয়, সিঙ্গল বেঞ্চ তা চাইলে সম্যস্যা কোথায়?’ এরপরেই ক্ষোভ প্রকাশ করে বিচারপতির দাবি, আদালতের নির্দেশেই তদন্ত চলছে।

 

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্তকে বিচারপতি জানতে চান, আপনাকে(অভিষেক) ইডি ২ সপ্তাহের সময় দিয়ে জানিয়েছিল এই সময়ের মধ্যে সমস্ত তথ্য ইডি অফিসে জমা দিতে হবে। সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে ইডির তাঁকে ফের সমন ইস্যু করা কি অন্যায়?

 

উল্লেখ্য, এই ২ সপ্তাহের সময় শেষ হচ্ছে ১২ অক্টোবর। তার মধ্যেই সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য পাওয়া গেছে কিনা তা আগামী ১৩ অক্টোবর আদালতে জানাবেন ইডির তদন্তকারীরা। যদি আর কোনও তথ্যের প্রয়োজন হয় তাহলে আদালতেই তা জানাতে হবে ইডিকে, সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি সেন। অর্থাৎ, ডিভিশন বেঞ্চে গিয়েও সিজিও কমপ্লেক্সে হাজিরা এড়াতে পারলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

en.wikipedia.org