ইউনেস্কোর হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন, শুভেচ্ছাবার্তা মোদী-মমতার

ইউনেস্কোর হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন, শুভেচ্ছাবার্তা মোদী-মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ইউনেস্কোর হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন, শুভেচ্ছাবার্তা মোদী-মমতার

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শান্তিনিকেতন এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায়। রবিবার নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ইউনেস্কো এই সংবাদ ঘোষণা করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সংবাদের গর্বিত গোটা দেশ। সকলেই এক্স হ্যান্ডেলে তাঁদের আবেগ প্রকাশ করেছেন অক্ষরমালায়। ইউনেস্কো এই সংবাদ ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রত্যেক ভারতীয়র জন্য একটি গর্বের মুহূর্ত। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্ববাংলার গর্ব।’

আরও পড়ুনঃ আজ থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন, শুরুতেই বক্তব্য রাখতে পারেন মোদী

প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী লিখেছেন, ‘অত্যন্ত আনন্দিত যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির মূর্ত রূপ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় উঠে এসেছে। সমগ্র ভারতবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত।’

 

এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যুক্ত হওয়ায় দারুণ খুশি এবং গর্বিত। কবি এই শান্তিনিকেতনকে লালন করেছেন, প্রজন্মের পর প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে গিয়েছে।’

 

শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি। লিখেছেন, ‘শুভেচ্ছা। পশ্চিমবঙ্গে অবস্থিত শান্তিনিকেতন এখন ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ তালিকাভুক্ত। এটা নিয়ে ৪১ নম্বর। এখন এই তালিকায় ভারত ষস্ট স্থানে। প্রধানমন্ত্রীর জন্মদিনে এর থেকে আর ভাল উপহার হতে পারে না।’ উল্লেখ্য, গতকাল প্রধানন্ত্যরী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিন ছিল। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি। লিখেছেন, ‘শুভেচ্ছা। পশ্চিমবঙ্গে অবস্থিত শান্তিনিকেতন এখন ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ তালিকাভুক্ত। এটা নিয়ে ৪১ নম্বর। এখন এই তালিকায় ভারত ষস্ট স্থানে। প্রধানমন্ত্রীর জন্মদিনে এর থেকে আর ভাল উপহার হতে পারে না।’ উল্লেখ্য, গতকাল প্রধানন্ত্যরী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিন ছিল।

 

এছাড়াও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের মহান দেশের সমস্ত নাগরিক ও সারা বিশ্বের বাঙালির কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, অনুপম হাজরাও। এছাড়াও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের মহান দেশের সমস্ত নাগরিক ও সারা বিশ্বের বাঙালির কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, অনুপম হাজরাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top