Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দুবাইতে পৌঁছালেন মমতা, বাংলায় লগ্নি নিয়ে রয়েছে একাধিক কর্মসূচি

দুবাইতে পৌঁছালেন মমতা, বাংলায় লগ্নি নিয়ে রয়েছে একাধিক কর্মসূচি

দুবাইতে পৌঁছালেন মমতা, বাংলায় লগ্নি নিয়ে রয়েছে একাধিক কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী

সফল স্পেন সফরের পর দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরের পরে এবার লগ্নি নিয়ে বৈঠক হবে দুবাইয়ে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ের ভারতীয় উপদূতাবাসে চা-চক্রে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যাপারে উত্‍সাহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরশাহীর লুলু শিল্পগোষ্ঠী। আজ, বৃহস্পতিবার বিকেলে সেই বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুনঃ হয় সরকার নতুন করে জাতি গণনা করুক, নইলে মনমোহন সিং সরকারের আমলের জাতি গণনার রিপোর্ট পেশ করুক, রাহুল

তিন দিনের সফরে বৃহস্পতিবার ভোরে দুবাই এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে স্পেন যাওয়ার পথে দুবাই হয়েই যেতে হয়েছিল মমতাকে। তবে তখন তাঁর কোনও পূর্বনির্দিষ্ট সরকারি কর্মসূচি ছিল না এখানে। এ বার দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে দুবাইয়ে এলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা। বৃহস্পতিবারই দুবাইয়ের ‘জাফজ়া মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার প্রতিনিধিদল। জাফজ়া বড় মাপের মুক্ত বাণিজ্য অঞ্চল। একই সঙ্গে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র। জেবেল আলি বন্দর গভীর সমুদ্র বন্দর।

 

বাংলার তাজপুরে এমন বন্দর করার ব্যাপারে উদ্যোগী রয়েছে রাজ্য সরকার। সেই কারণেই দুবাই বন্দরে গিয়ে সেখানকার পরিকাঠামো সরেজমিনে দেখবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদল। এ ছাড়া, বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের ভারতীয় উপদূতাবাসে চা-চক্রে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা। শুক্রবার জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একটি শিল্পবৈঠক। এবং অন্যটি প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা।

 

লুলু গ্রুপের কর্ণধার ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের কেরলের ত্রিশূরের ভূমিপুত্র। তাঁর কাকা এমকে আবদ্দুলাহ এই সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থার প্রধান কেন্দ্র আবু ধাবি। কয়েক বছর ধরে রফতানি বাণিজ্য শুরু করেছে লুলু। তাদের হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসাও রয়েছে। কেরল ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে লুলু গ্রুপের বিনিয়োগ রয়েছে। লখনউয়ে সবচেয়ে বড় শপিংমলটি তাদেরই নির্মিত। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

গতকাল, বুধবার রাতেই বার্সেলোনা থেকে দুবাই আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর পর দুবাইয়ের এই গোষ্ঠী রাজ্যে লগ্নির জন্য এগিয়ে আসলে বিপুল কর্মসংস্থান হবে।

 

মুখ্যমন্ত্রীর গোটা স্পেন সফরে তাঁর সঙ্গে ছিলেন সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। ক্রীড়াচুক্তি স্বাক্ষর থেকে শুরু করে শিল্প সম্মেলন, সব মঞ্চেই ছিলেন তিনি। বাংলার শিল্পায়নের জন্য সওয়ালও করেছেন দীনেশ।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top