Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
মহিলা সংরক্ষণ বিল রাজ্যসভায় পেশ হবে আজ

মহিলা সংরক্ষণ বিল রাজ্যসভায় পেশ হবে আজ

মহিলা সংরক্ষণ বিল রাজ্যসভায় পেশ হবে আজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বেতন বৃদ্ধিতে মিলেছে রাজ্যপালের অনুমোদন, পূজোর পরেই বিল পাশের সম্ভবনা

বুধবার লোকসভায় পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় প্রায় সর্বসম্মতিতেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। আর মাত্র দুটি ধাপ বাকি। এবার পালা রাজ্যসভার। আজ অর্থাৎ বৃহস্পতিবার লিটমাস টেস্ট হবে রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষেও এই বিল পাশ হয়ে গেলে, বাকি থাকবে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর। তিনি বিলে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল।

আরও পড়ুনঃ দুবাইতে পৌঁছালেন মমতা, বাংলায় লগ্নি নিয়ে রয়েছে একাধিক কর্মসূচি

সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে, আজ রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে এবং এই বিল নিয়ে আলোচনা করা হবে। জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে ১৪ জন মহিলা সাংসদ এই বিল নিয়ে আলোচনা করবেন। বিজেপির প্রথম বক্তা হবেন জেপি নাড্ডা। এরপর একে একে মহিলা সাংসদরা বিল নিয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামও রয়েছে বক্তার তালিকায়।

 

বুধবারই লোকসভায় পাশ হয় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪ জন সাংসদ এই বিলের সপক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন মাত্র ২ জন। লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই টুইট করে  সকল সাংসদদের সমর্থন জানানোর জন্য ধন্য়বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “আমি সমস্ত দলের সাংসদদের ধন্যবাদ জানাচ্ছি এই বিলে সমর্থন জানানোর জন্য। নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি ঐতিহাসিক বিল যা মহিলা ক্ষমতায়নকে আরও শক্তি জোগাবে এবং মহিলাদের রাজনীতি প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও বাড়াবে।”

উল্লেখ্য, এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে রাজ্য়সভা ও আইন পরিষদে এই আসন সংরক্ষণের নিয়ম কার্যকর হবে না। গতকালই লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের পর জনসুমারি ও বিধানসভাগুলির পুনর্বিন্যাস করা হবে। এরপরে এই আইন কার্যকর হবে। ২০২৭ সালের আগে জনসুমারি হবে না ফলে ২০২৯ সালের আগে এই আইন কার্যকর হবে না বলেই অনুমান। রাজ্য়সভা ও আইন পরিষদে এই আসন সংরক্ষণের নিয়ম কার্যকর হবে না। গতকালই লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের পর জনসুমারি ও বিধানসভাগুলির পুনর্বিন্যাস করা হবে। এরপরে এই আইন কার্যকর হবে। ২০২৭ সালের আগে জনসুমারি হবে না ফলে ২০২৯ সালের আগে এই আইন কার্যকর হবে না বলেই অনুমান।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top