প্রত্যেক দফতরে পৃথক টাস্ক ফোর্স গঠনের নির্দেশ মমতার,সরকারি প্রকল্পের সুবিধা পেতে মূলত এই নির্দেশ মুখ্যমন্ত্রীর ,যে দফতরগুলির সঙ্গে বিভিন্ন জনমুখী প্রকল্প জড়িয়ে রয়েছে, সেই সব দফতরগুলিকে নিয়ে এদিন বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে সাধারণ মানুষের যে অভিযোগগুলি জমা পড়ে রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই কারণে সোমবার রাজ্যের পনেরোটি দফতরকে নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। প্রতিটি দফতরের সচিবদের নিয়ে এই বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পনেরোটি দফতর এদিনের বৈঠকে রয়েছে, সেগুলি হল স্বরাষ্ট্র, অর্থ, শ্রম, শিক্ষা, নগরোন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, খাদ্য বণ্টন, সংখ্যালঘু উন্নয়ন , ভূমি সংস্কার, অনগ্ৰসর শ্রেণী, পূর্ত দফতর, পঞ্চায়েত, শিশু ও সমাজ কল্যাণ এবং সিএমও। অর্থাৎ, যে দফতরগুলির সঙ্গে বিভিন্ন জনমুখী প্রকল্প জড়িয়ে রয়েছে, সেই সব দফতরগুলিকে নিয়ে এদিন বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে প্রতিটি দফতরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করতে হবে। টাস্ক ফোর্সের মাথায় থাকবেন সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিব। পাশাপাশি জেলাতেও একজন অতিরিক্ত জেলাশাসককে এই বিষয়টি দেখতে হবে বলে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর। শুধু মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে জমা পড়া অভিযোগ নয়, শাসক দলের ‘দিদির দূত’ কর্মসূচিতে যেসব অভিযোগ জমা পড়েছিল, তা ইতিমধ্যেই সরকারকে জানিয়েছে তারা। সেই অভিযোগেরও দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন – জলের সমস্যা,শৌচাগার হয়নি,আবাস পাইনি, ফের বীরভূমে জনতার প্রশ্নের মুখোমুখি সাংসদ শতাব্দী
নবান্ন সূত্র মারফত খবর, সরকারি প্রকল্পের সুবিধা সব মানুষের কাছে ঠিকঠাক না পৌঁছানোর কারণে সচিবদের সঙ্গে বৈঠকে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি দফতরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে যে সব অভিযোগ জমা পড়ে রয়েছে, সেগুলি খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির দিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতরে যে সব অভিযোগ আসে, সেই অভিযোগগুলি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। তবে শুধুমাত্র সংশ্লিষ্ট জায়গায় অভিযোগগুলি পাঠালেই হবে না, সেই অভিযোগগুলি সত্যি সমাধান হচ্ছে কি না, সেগুলিও দফতরের সচিবকে দেখতে নির্দেশ দেওয়া হয়। সমস্যার সমাধান হচ্ছে কি না, তা দেখতে প্রয়োজনে অভিযোগকারীকে ফোনও করতে হবে বলে মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন বলে সূত্রের খবর।