Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
উপ নির্বাচনের আগেই আমলা বলেছিলাম ধূপগুড়ি সাব ডিভিশন হবে

“উপ নির্বাচনের আগেই আমলা বলেছিলাম ধূপগুড়ি সাব ডিভিশন হবে, সেটা হচ্ছে”, মমতা বন্ধ্যোপাধ্যায়

“উপ নির্বাচনের আগেই আমলা বলেছিলাম ধূপগুড়ি সাব ডিভিশন হবে, সেটা হচ্ছে”, মমতা বন্ধ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন যাওয়া হল না কলকাতার এক বড়ো ক্লাবের প্রধানের

“উপ নির্বাচনের আগেই আমলা বলেছিলাম ধূপগুড়ি সাব ডিভিশন হবে, সেটা হচ্ছে”, মমতা বন্ধ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাণিজ্য সম্মেলন উপলক্ষেই যাচ্ছেন তিনি। সঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কী বললেন এক নজরে-

আরও পড়ুনঃ ২০২৩- এ জেল মুক্ত হলোনা কেস্ট কন্যা সুকন্যা

  1. পাঁচদিনের স্পেন সফরে যাচ্ছেন মমতা। তার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই ভাল থাকবেন। সবাইকে দেখে রাখবেন। অনুরোধ রইল। আমি ও মুখ্যসচিব যাচ্ছি। তাই স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে সব থাকবে।’
  2. উপ নির্বাচনের আগেই আমলা বলেছিলাম ধূপগুড়ি সাব ডিভিশন হবে, সেটা হচ্ছে। ধূপগুড়ি টাউন, গ্রামীন অঞ্চল ও বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে মহকুমা তৈরি করা হবে। আজ সিদ্ধান্ত গৃহীত হয়েছে: মুখ্যমন্ত্রী।
  3. আমি পাঁচ বছর পর বিদেশে যাচ্ছি। কারণ এতদিন অনেক আমন্ত্রণ থাকা সত্ত্বেও অনুমতি না পাওয়ায় যেতে পারিনি। এখনও আমন্ত্রণ আছে বলে বেশি দূরে যেতে চাই না, যাতে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ফিরে আসে পারি: মুখ্যমন্ত্রী।
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থার তরফে নোটিস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমি বারবার বলেছি, রাজনৈতিকভাবে আপনাদের সঙ্গে ফারাক থাকতেই পারে। গণতন্ত্রে এমনটা হতেই পারে। তাই বলে এমন কিছু করা উচিত নয়। আজ আপনারা ক্ষমতায় আছেন, তাই এমনটা করছেন, কাল অন্য কেউ আসবেন, তারাও করবে। এটা ঠিক নয়।’
  5. আমার কাছে অনেক তথ্য ছিল। তারপরও সিপিএমের আমলে থাকা মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীকে কিছু করিনি। কিন্তু অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। কখনও নিম্ন আদালতে ডাকা হচ্ছে, কখনও হাইকোর্টে যেতে হচ্ছে, কখনও সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও অযথা হয়রান করা হচ্ছে। ওরা এমন করছে কারণ ওরা জানে যুব নেতারা সবকিছু মেনে নিতে পারে না: মুখ্যমন্ত্রী।
  6. চন্দ্রবাবু নাইডিকে গ্রেফতার করা হয়েছে। আমার বিষয়টা ভাল লাগেনি। কোনও প্রমাণ থাকলে তদন্ত কর, অসুবিধা নেই। কিন্তু প্রতিহিংসা থেকে এমন কিছু কর না, যাতে পরবর্তীকালে ব্যুমেরাং হয়ে যেতে পারে: মুখ্যমন্ত্রী।
  7. ২ অক্টোবর বিক্ষোভ অবস্থানের অনুমতি পায়নি তৃণমূল। তবে ওইদিন গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের বকেয়া টাকার দাবিতেই ধরনা দেওয়ার কথা ছিল তৃণমূলের।
  8. রাজ্যপালের চিঠি একান্ত ব্যক্তিগত। আমি বাইরে যাচ্ছি, তাই উনি শুভ কামনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন, আর কিছু নয়। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ্যে আনতে পারি না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top