ভার্চুয়ালী পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, জানালেন পায়ের খবরও

ভিআইপিদের জন্য যেন কোনও রাস্তা বন্ধ না করা হয়, বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবার, মহালয়ার পূর্নলগ্নে ভার্চুয়ালী নাকতলার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে একটা হল নাকতলা উদয়নের পুজো। এদিন কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তালিকায় ছিল সেলিমপুর পল্লি, বাবুবাগান কালচারাল, যোধপুর পার্কের পুজো। সব মিলিয়ে এদিন ২৬টি পুজো উদ্বোধন করার কথা তাঁর।

আরও পড়ুনঃ পাসপোর্ট জালিয়াতিতে এবার সক্রিয় সিবিআই

প্রত্যেক বছর দক্ষিণ কলকাতার এই পুজোগুলিতে সশরীরে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার জখম পায়ের কারণে না যেতে পারার কারণে আক্ষেপ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তার পায়ে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘আমি সশরীরে যেতাম। আমরা পায়ের সংক্রমণ এখন অনেটাই নিয়ন্ত্রণে। অস্ত্রোপচারের পর এতটাই সংক্রমণ হয়ে ছিল, আপনার ভাবতেও পারবেন না। বিগত ১৫ দিন ধরে সংক্রমণ কমাতে আমাকে রীতিমতো সংঘর্ষ করতে হয়েছে। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখনও পায়ে ব্যাথা রয়েছে। আশা করি কয়েক দিনের পরেই ব্যাথা কমে যাবে।’

 

সেপ্টেম্বর মাসে শিল্প সফরে বিদেশ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন থেকে দুবাই হয়ে বাংলায় ফেরার পর তাঁকে সেভাবে বাইরে বের হতে দেখা যায়নি। স্পেনের বার্সেলোনাতেও পায়ের ক্ষতস্থানে ফের চোট লেগেছিল বলে জানান মমতা। স্পেন থেকে দেশে ফেরার পরই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

মমতা বলেন, ‘হেলিকপ্টার থেকে নামার সময় চোট পাওয়ার পর আমার পায়ে অপারেশন হয়। ক্ষতস্থান সেরে ওঠার আগেই বেরিয়ে পড়েছিলাম। বার্সেলোনাতে গিয়েও আমার আঘাত লাগে। আমার পায়ে প্রায় সেপটিকের মতো হয়ে গিয়েছিল। এখনও ব্যথা রয়েছে। আশা করি আর ৭-১০ দিনের মধ্যে ঠিক হয়ে যাব। শারীরিকভাবে আপনাদের সঙ্গে আমার দুর্গাপুজোর কার্নিভালে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।’

 

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কলকাতার অন্যতম জনপ্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভার্চুয়ালি গোটা রাজ্যের প্রায় ৮০০টির বেশি পুজোর উদ্বোধন করেন মমতা। দুর্গাপুজোর এই সময় কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পুলিশ-প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

en.wikipedia.org