প্রধানমন্ত্রীর ঘোষিত “মেরি মাটি মেরা দেশ কর্মসূচি” সারাদেশের সঙ্গে বামনগোলা ব্লকে শুরু হয়েছে

প্রধানমন্ত্রীর ঘোষিত

মালদাঃ বামনগোলায় “মেরি মাটি মেরা দেশ কর্মসূচি” সারাদেশের সঙ্গে বামনগোলা ব্লকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ঘোষিত “মেরি মাটি মেরা দেশ কর্মসূচি” । এই প্রোগ্রাম কে বাস্তবায়িত করতে ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহরু যুব কেন্দ্র মালদা এর উদ্যোগে ও ডাকাত পুকুর স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের সহযোগিতায় মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অংশ হিসেবে ডাকাত পুকুরের রাধাগোবিন্দ মন্দির থেকে মাটি সংগ্রহ করে “অমৃত কলস যাত্রা”শুভ সূচনা হয়। বামনগোলা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে মহিলারা মাটি ও জল সংগ্রহ করেন। সংগ্রহ করা মাটি একটি বড় কলশিতে ঢালা হয়।প্রত্যেক ব্লক থেকে একজন করে যুবক মাটির কলস নিয়ে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করবেন।

আরও পড়ুনঃ কেন্দ্রের ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যকে নিশানা শুভেন্দুর


আজকের অনুষ্ঠানে বৃক্ষরোপণ , রাজ্য পুলিশের কর্মী, বর্ডার সিকিউরিটি ফোর্স, স্বাধীনতা সংগ্রামী ও বীরদের পরিবারদের সম্মান প্রদর্শন,শপথ গ্রহণ এবং জাতীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রগান করা হয়। পাশাপাশি একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো, ওয়ান ফাইভ নাইন ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড অশোক ধর্মা, ইন্সপেক্টর আর কে সয়েন, জে কে সিং , হেড কনস্টেবল সহ 35 জন বিএসএফ আধিকারিক।

 


ক্লাবের সেক্রেটারি হরিপদ বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং “হর ঘর তিরঙ্গা”এর অঙ্গ হিসাবে দেশে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘মেরা মাটি মেরি দেশ’ কর্মসূচিও রাজ্যে সফলভাবে বাস্তবায়িত হবে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলশের মাটি দিয়ে যে অমৃত বাটিকা গড়ে তোলা হবে, তা অমৃতকালে শ্রেষ্ঠ ভারতের প্রতীক হয়ে দাঁড়াবে।

 

পাশাপাশি একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো, ওয়ান ফাইভ নাইন ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড অশোক ধর্মা, ইন্সপেক্টর আর কে সয়েন, জে কে সিং , হেড কনস্টেবল সহ 35 জন বিএসএফ আধিকারিক।

 


ক্লাবের সেক্রেটারি হরিপদ বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং “হর ঘর তিরঙ্গা”এর অঙ্গ হিসাবে দেশে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘মেরা মাটি মেরি দেশ’ কর্মসূচিও রাজ্যে সফলভাবে বাস্তবায়িত হবে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলশের মাটি দিয়ে যে অমৃত বাটিকা গড়ে তোলা হবে, তা অমৃতকালে শ্রেষ্ঠ ভারতের প্রতীক হয়ে দাঁড়াবে।

en.wikipedia.org