শেষ পুজোর পাঁচ দিন। বাঙালির পুজোর আমেজ শেষ। এই পুজোর পাঁচ দিনের আমেজ কাটিয়ে আবার সবাই আসতে আসতে শুরু করেছে স্বাভাবিক স্রোতে ফেরার। মনে বিষাদের সুর। তবে কলকাতায় পুজোর মেজাজ কিন্তু এখনও রয়ে গিয়েছে পুরোদস্তুর। প্রতি বছরের মতো এবারও সেজে উঠছে রেড রোড। প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে আয়োজিত হবে পুজোর কার্নিভাল (Durga Puja Carnival)। কলকাতার দুর্গোৎসবকে ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। তারপর থেকে জাঁকজমক, জৌলুস আরও বেড়েছে রেড রোডে পুজোর কার্নিভালের। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রেড রোড জুড়ে করা হয়েছে আমন্ত্রিত অতিথি ও সাধারন মানুষের জন্য বসার ব্যবস্থা।
১৮ হাজার আসন তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে দু’টি মঞ্চও। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এছড়া অন্য একটি মঞ্চ করা হচ্ছে, যেখানে আমন্ত্রিত অথিথিদের বসার ব্যবস্থা করা হচ্ছে। এবার কলকাতা পুজো কার্নিভালে মোট ১০১টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যে রয়েছে কলকাতার ৮৮টি দুর্গাপ্রতিমা ও হাওড়ার ১৩টি প্রতিমা। আলোকসজ্জা থেকে শুরু করে, কোনও কিছুতে খামতি রাখা হচ্ছে না পুজোর কার্নিভালে। এবারের কার্নিভালের জন্য সাড়ম্বরে সেজে উঠছে রেড রোড চত্বর।
শুধু শহর কলকাতাতেই নয়, জেলাগুলিতেও চলছে কার্নিভালের প্রস্তুতি। আগামিকাল জেলাগুলিতে পুজোর কার্নিভাল রয়েছে। সেই মতো প্রস্তুত হচ্ছে জেলাগুলিও। শিলিগুড়িতে ১২টি পুজো কমিটি পুজোর কার্নিভালে অংশ নিচ্ছে। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে শোভাযাত্রা। হিল কার্ট রোড থেকে মহানন্দা নদীর ধারে লালমোহন মৌলিক ঘাটে গিয়ে প্রতিমা নিরঞ্জন করা হবে। পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, হিলকার্ট রোডের দু’ধারে প্রায় কয়েক হাজার দর্শকের জন্য ব্যবস্থা করা হচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ সকালে বিভিন্ন ঘাট ও যে পথে শোভাযাত্রাগুলি যাবে, সেই সব পরিদর্শন করেন।
২৭ অক্টোবর রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত কার্নিভালের প্রস্তুতির কাজের জন্য ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। এরপর সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। পুজোর কার্নিভালের জন্য দুপুর দুটো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড ও এসপ্ল্যানেড র্যাম্প পুরোপুরি বন্ধ রাখা হবে।
কার্নিভালে অংশ নিয়ে আসা গাড়িগুলি ছাড়া অন্য কোনও গাড়িকে ওইদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি বোস রোড ধরে এগতে দেওয়া হবে না। দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কার্নিভালে অংশ নিয়ে আসা গাড়ি ছাড়া অন্য গাড়িগুলির জন্য এই নিয়ন্ত্রণ থাকবে। যে সব গাড়ির যথাযথ অনুমতির স্টিকার থাকবে, কেবল সেগুলিকেই কার্নিভালের দিন জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মোয়ে রোড ধরে এগতে দেওয়া হবে।