Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Salboni ব্লকের জোড়াকুশমা গ্রামে বিশ্ব হাতি দিবস উদযাপন..............................

Salboni ব্লকের জোড়াকুশমা গ্রামে বিশ্ব হাতি দিবস উদযাপন

Salboni ব্লকের জোড়াকুশমা গ্রামে বিশ্ব হাতি দিবস উদযাপন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Salboni
Salboni ব্লকের জোড়াকুশমা গ্রামে বিশ্ব হাতি দিবস উদযাপন
ছবি সংগ্রহে সাইন টিভি

সাইন টিভি ডেস্কঃ পশ্চিম মেদিনীপুর জেলার Salboni ব্লকের ভাদুতলা বনাঞ্চলের অন্তর্গত জোড়াকুশমা গ্রামে বৃহস্পতিবার একটি সংগঠনের পক্ষ থেকে বিশ্ব হাতি দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব হাতি দিবস উদযাপন অনুষ্ঠানে Salboni-র ভাদুতলা বনাঞ্চলের জোড়াকুশমা গ্রামে ১০০ জন ছাত্র ছাত্রীর হাতে এক বছরের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। হাতি এলে কিভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং কি কি করণীয় এ নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত মেদিনীপুর বন বিভাগের আধিকারিক বুদ্ধদেব মন্ডল, বিজয় চক্রবর্তী ,পাপন মহান্তি,প্রণব কুমার দাস সহ অনুষ্ঠানের আয়োজক সংগঠনের কর্ণধার জয়দীপ কুন্ডু ও সদস্য বৃন্দ।

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গল মহল উত্তরণ ঐক্য এর জগন্নাথ পাত্র ,চন্দন সিং ,প্রবীর লায়েক সহ অন্যান্য রা।স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রী রা শিক্ষা সামগ্রী পেয়ে অনেক খুশি। মেদিনীপুর বন বিভাগের আধিকারিক বুদ্ধদেব মন্ডল বলেন জীবজন্তু দের মধ্যে হাতি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান। হাতি আওয়াজ এর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে । হাতি চার ঘন্টা ঘুমালেই তাদের ঘুম হয়ে যায়।

 

Salboni এলাকায় হাতি যাতায়াত করে। তাই হাতি এলে কিভাবে এবং কি কি করণীয় তা তিনি বিস্তারিতভাবে বলেন। তিনি বলেন কেউ হাতি কে উত্যক্ত করবে না। হাতিকেও উত্যক্ত না করলে হাতি কারো কোন ক্ষতি করবে না।হাতির যাত্রা পথে কেউ বাধা দিবে না। এই এলাকায় হাতি ফসলের ও ঘরবাড়ি ক্ষতি করে ।তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা হাতিকে দেবতা রূপে পূজা করেন। তাই বিশ্ব হাতি দিবসে ওই এলাকার সর্বস্তরের মানুষকে হাতিকে উত্যক্ত করতে তিনি নিষেধ করেন। হাতি গ্রামে এলে বিষয়টি বনদপ্তর কে জানানোর জন্য তিনি ওই এলাকার বাসিন্দাদের কাছে আহ্বান জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top