আবাস যোজনার ঘরের নিখুঁত পর্যবেক্ষণে রাজ্য সরকারি সুডার টিম পৌঁছল শিলিগুড়িতে

শিলিগুড়ি পুরনিগমের আবাস যোজনার ঘরের নিখুঁত পর্যবেক্ষণ রাজ্য সরকারি সুডার টিম পৌঁছল শিলিগুড়িতে।আজ জনশুনানিতে বসবে রাজ্যের প্রতিনিধি দল। শিলিগুড়ি পুরো নিগম এলাকায় এদিন রাজ্য সরকারের সুডার তরফে আসা ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শহরের বিভিন্ন ওয়ার্ডে হাউসিং করে অলের ঘরের বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতো পর্যটক বেশে উত্তরবঙ্গে কাল বিলম্ব নয়।

 

প্রথম দিন এসেই সোমবার সুডার এই ৪ সদস্যের প্রতিনিধি দল শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ড ঘুরে মোট ৮০টির বেশি বাড়ি হাউসিং ফর অলের বাড়ির পর্যবেক্ষণ করেন। নিখুঁতভাবে বাড়িগুলি পর্যবেক্ষণের পাশাপাশি শিলিগুড়ি প্রধাননগরের শ্রীগুরু বিদ্যামন্দিরে সরাসরি উপভোক্তাদের সঙ্গে আলোচনা সভা ও করে এই প্রতিনিধি দল। পুরনিগম সূত্রে জানা গিয়েছে মূলত ২০১৬-১৭ আর্থিক বর্ষে হাউসিং ফর অল এর আয়তায় ঘরের গুণগতমান তালিকা সহ শুমারি করছে এই প্রতিনিধি দল।
মঙ্গলবার জনশুনানি করবে এই টিম।

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

গোটা শহরের হাউসিং ফর অল প্রকল্পের উপভোক্তা পাশাপাশি শহরের আগ্রহী সমস্ত মানুষের সঙ্গে সরাসরি নাগরিক সভার মধ্য দিয়ে তাদের সমস্যার কথা শুনে নেবে এই প্রতিনিধি দল। প্রধান নগরের শ্রী গুরু বিদ্যামন্দিরে এই জন শুনানি ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন পুরো নিগমের বিভাগীয় মেয়র পারিষদেরাও। উল্লেখ্য বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় দল আবাস যোজনার নামে শিলিগুড়িতে একটি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি ছাড়া আর কিছুই করেনি। পর্যবেক্ষণ তো দূর উত্তরবঙ্গে শিলিগুড়ি পাহাড়ে কখনো সেবক এর মন্দিরে পুজো দিয়ে কখনো হোটেলে বিলাসবহুল ভাবে সময় কাটিয়েই পর্যটকের বেশে ফিরে গিয়েছেন।

 

উল্লেখ্য, শিলিগুড়ি পুরনিগমের আবাস যোজনার ঘরের নিখুঁত পর্যবেক্ষণ রাজ্য সরকারি সুডার টিম পৌঁছল শিলিগুড়িতে।আজ জনশুনানিতে বসবে রাজ্যের প্রতিনিধি দল। শিলিগুড়ি পুরো নিগম এলাকায় এদিন রাজ্য সরকারের সুডার তরফে আসা ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শহরের বিভিন্ন ওয়ার্ডে হাউসিং করে অলের ঘরের বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতো পর্যটক বেশে উত্তরবঙ্গে কাল বিলম্ব নয়।  নিখুঁত