Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে সবুজ সঙ্কেত মার্কিন কংগ্রেসের।

আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারতের HAL, যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে সবুজ সঙ্কেত মার্কিন কংগ্রেসের

আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারতের HAL, যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে সবুজ সঙ্কেত মার্কিন কংগ্রেসের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারতের HAL, যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে সবুজ সঙ্কেত মার্কিন কংগ্রেসের। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও আমেরিকার সহযোগিতার সম্পর্ক অন্য মাত্রা পেল। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর সঙ্গে আমেরিকান সংস্থা জিই অ্যারোস্পেসের চুক্তি সম্পাদনে সবুজ সঙ্কেত দিল মার্কিন কংগ্রেস। এর জেরে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি জন্য মার্কিন এই সংস্থার সঙ্গ প্রযুক্তি আদানপ্রদান করতে পারবে ভারত। এর জেরে দেশের মধ্যেই আরও কম খরচে উন্নতমানের যুদ্ধবিমান ও বিমানের ইঞ্জিন তৈরির পথ সুগম হল। জুন মাসে নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় থেকেই আটকে ছিল এই চুক্তি। অবশেষে মার্কিন কংগ্রেসের অনুমোদন এল। এই অনুমোদনের জেরে জিই অ্যারোস্পেসের সঙ্গে যৌথ ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে হ্যাল। প্রযুক্তির এই আদানপ্রদান সেনার যুদ্ধবিমানের জন্য বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

 

 

 

 

এই চুক্তি বড় পরিবর্তন আনবে বলে মত হ্যালের প্রধান সিবি অনন্তকৃষ্ণণের। কারণ যুদ্ধবিমানের চালিকা শক্তি ইঞ্জিনের প্রযুক্তিতেই আসবে বড় বদল। এর পাশাপাশি ৯৯টি যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির চুক্তিও হয়েছে দুই দেশের সংস্থার মধ্যে। জিই অ্যারোস্পেস গত চার দশক ধরেই ভারতে রয়েছে। এই চুক্তি ওই সংস্থার বৃদ্ধিতেও ভূমিকা নেবে বলে মত বিশেষজ্ঞদের।

 

 

 

 

আরও পড়ুন –  সঙ্গে দেশি কই, আর শিঙি মাছ, হঠাৎই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে…

 

 

 

 

এই অনুমোদনের জেরে জিই অ্যারোস্পেসের সঙ্গে যৌথ ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে হ্যাল। প্রযুক্তির এই আদানপ্রদান সেনার যুদ্ধবিমানের জন্য বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এফ৪১৪ যুদ্ধবিমান তৈরির জন্য জিই অ্যারোস্পেস ৮০ শতাংশ প্রযুক্তির আদানপ্রদান করবে ভারতের সঙ্গে। লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের অপারেশনাল পারফরম্যান্স বাড়াতেই এই প্রযুক্তির আদানপ্রদান। এর পাশাপাশি জিই অ্যারোস্পেসের এফ ৪১৪-এর ইঞ্জিন ভারতেই তৈরি করা হবে।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top