বঙ্গোপোসাগর থেকে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘুর্নিঝড় মিধিলি। বঙ্গোপসাগর থেকে এগোতে শুরু করেছে মিধিলি। আর তার প্রভাবেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ভোরের দিকে মেঘলা আকাশ ছিল কলকাতাতেও। এই পরিস্থিতিতে উত্তাল হতে পারে সমুদ্র। তাই দিঘা উপকূলে ইতিমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দিঘা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোন মিধিলি। সকাল থেকেই দিঘা শঙ্করপুর সমুদ্র উপকূল সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে। এমনিতে সপ্তাহান্তে দিঘায় পর্যটকদের ভিড় বাড়ে তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। ইতিমধ্যে সমুদ্রের পাড় ধরে চলছে প্রচার। পর্যটক কিংবা স্থানীয়রা যাতে সমুদ্রে নামতে না পারেন, সেজন্য নজরদারি রয়েছে উপকূলে।
আরও পড়ুনঃ ‘ডিপফেক’ প্রযুক্তির শিকার মোদী, এই নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়ার কাছে সাইক্লোন আছড়ে পড়তে পারে। যদিও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা জানানো হয়নি। তবে বৃহস্পতিবার থেকেই সমুদ্রের রূপ বদলাতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া চলছে। নবান্নর তরফে কৃষকদের বিশেষ সতর্কতা জারি হয়েছে। ফসল ক্ষতির হাত থেকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রয়েছে কড়া নজরদারি। নুলিয়াদের সজাগ থাকতে বলা হয়েছে। দিঘা সহ উপকূল জুড়ে এদিন সকাল থেকেই মাঝেমধ্যে দু-এক ফোঁটা বৃষ্টি হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে । শনিবারের পরে আবহাওয়া বদল হওয়ার কথা। তারপরই পর্যটকরা সমুদ্রে নামতে পারবেন। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রয়েছে কড়া নজরদারি। নুলিয়াদের সজাগ থাকতে বলা হয়েছে। দিঘা সহ উপকূল জুড়ে এদিন সকাল থেকেই মাঝেমধ্যে দু-এক ফোঁটা বৃষ্টি হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে । শনিবারের পরে আবহাওয়া বদল হওয়ার কথা। তারপরই পর্যটকরা সমুদ্রে নামতে পারবেন। শনিবারের পরে আবহাওয়া বদল হওয়ার কথা। তারপরই পর্যটকরা সমুদ্রে নামতে পারবেন।