ডিসেম্বরে কলকাতা চলচ্চিত্র উৎসব, এই প্রথম উপস্থিত থাকার কথা বলিউড ভাইজানের

ডিসেম্বরে কলকাতা চলচ্চিত্র উৎসব, এই প্রথম উপস্থিত থাকার কথা বলিউড ভাইজানের

আগামী ডিসেম্বরেই কলকাতায় শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে এবারের কলকাতা চলচ্চিত্র উত্‍সবে হাজির থাকছেন বলিউডের ভাইজান সলমান খান। তবে আসছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। উপস্থিত থাকবেন জয়া বচ্চন। অন্যদিকে, ৪ বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে।

 

বাংলা প্যানোরমা প্রতিযোগীতার সেকশনে এবার জায়গা করে নিয়েছে ৭টি বাংলা ছবি। একগুচ্ছ নতুন পরিচালকের ছবি এই সেকশনের অংশ। মন পতঙ্গ, বনবিবি, বিজয়ার পড়ে, আবার আসিবো আগুন, মাতৃপক্ষ, অনাথ এই ছবিগুলো দেখানো হবে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের দুটি ছবি ‘মাতৃপক্ষ’ ও ‘বিজয়ার পড়ে’ রয়েছে এই তালিকায়।পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জন্য এ বছরটা বেশ ভালই কেটেছে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে মিধিলি, দিঘা উপকুলে জারি সতর্কতা

‘কালকক্ষ’ ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতার পর তাঁদের নতুন ছবি ‘মন পতঙ্গ’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে 29তম কেআইএফএফ-এ বাংলা প্যানোরামা বিভাগে। এরপর পরিচালক অভিজিত্ শ্রীদাসের ‘বিজোয়ার পড়ে’, যেখানে অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি প্রমুখ। দুর্গাপুজোর সময় প্রেম, পারিবারিক বন্ধন, পুনর্মিলনের এক মর্মস্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ‘কালকক্ষ’ ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতার পর তাঁদের নতুন ছবি ‘মন পতঙ্গ’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে 29তম কেআইএফএফ-এ বাংলা প্যানোরামা বিভাগে। এরপর পরিচালক অভিজিত্ শ্রীদাসের ‘বিজোয়ার পড়ে’, যেখানে অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি প্রমুখ। দুর্গাপুজোর সময় প্রেম, পারিবারিক বন্ধন, পুনর্মিলনের এক মর্মস্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

 

‘কালকক্ষ’ ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতার পর তাঁদের নতুন ছবি ‘মন পতঙ্গ’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে 29তম কেআইএফএফ-এ বাংলা প্যানোরামা বিভাগে। এরপর পরিচালক অভিজিত্ শ্রীদাসের ‘বিজোয়ার পড়ে’, যেখানে অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি প্রমুখ। দুর্গাপুজোর সময় প্রেম, পারিবারিক বন্ধন, পুনর্মিলনের এক মর্মস্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। স্বস্তিকা মুখোপাধ্যায়ের দুটি ছবি ‘মাতৃপক্ষ’ ও ‘বিজয়ার পড়ে’ রয়েছে এই তালিকায়।পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জন্য এ বছরটা বেশ ভালই কেটেছে।

en.wikipedia.org