সন্দেহ দানা বেঁধেছিল আগেই। প্রয়োজনীয় নথি জোগার করে ফেলেছিল পুলিশ। এর পর শনিবার সকালে পুলিশি জেরার মুখে আইপিএল বেটিংয়ে যুক্ত থাকার কথা নিজমুখে স্বীকার করে নিলেন আরবাজ খান। বলিউড তারকা তথা সলমন খানের ভাইয়ের এই স্বীকারোক্তিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে বলিউডের আরও বেশ কিছু বড় নাম।আইপিএল বেটিংয়ে ২ কোটি ৮০ লক্ষ টাকা আরবাজ হেরে যান বলেও খবর। সেই টাকা আদায়ের জন্য বুকি সোনুর কাছ থেকে হুমকি ফোনও পাচ্ছিলেন বলিউড তারকা। সোনুর সঙ্গে আন্তর্জাতিক ডন দাউদের যোগাযোগ রয়েছে বলে দাবি করছে পুলিশ। জেরার মুখে সোনু আরও বুকি দলের আরেক পাণ্ডার কথাও জানিয়েছে। ভারতে সেই পাণ্ডা ‘জুনিয়র ক্যালকাটা’ ছদ্মনামে বেটিং চক্র চালাত বলে খবর।