এক সপ্তাহ আগে ইলেকট্রিক এর তার নিয়ে বচসা সেই থেকে হাতাহাতি,মারামারি ও সংঘর্ষ l ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার নশিপুর সর্দার পাড়ায় l আহত ৬ জন পুরুষ মহিলা l ওহাব গোষ্ঠী ও বাবু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটে l এই ঘটনা দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের কলকাতা স্থানান্তরিত করা হয়েছে l পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবু সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি তাজা বোমা , একটি মুস্কেট ,দুই রাউন্ড গুলি ও প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করেছে l এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে l