এই প্রথমবার ভারতে এসেছেন প্রিয়াঙ্কার মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনাস। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ক এগোনোর জন্যই তিনি প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করতে এসেছে। শুক্রবার রাতে মেয়ে প্রিয়াঙ্কা ও তাঁর বয়ফ্রেন্ড নিক জোনাসকে নিয়ে ডিনারে যান মধু চোপড়া।প্রিয়াঙ্কার কাছে তাঁর মা মধু চোপড়ার মতামত খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে মা ও মেয়ের সম্পর্ক ভীষণই ভালো। আর সেকারণেই প্রিয়াঙ্কা নিককে মুম্বই নিয়ে এসেছেন তাঁর মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে আলাপ করাতে। এমনকি শনিবার রাতে প্রিয়াঙ্কা তাঁর মুম্বইয়ের ১০০ কোটির বাংলো বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন। যে পার্টিতে প্রিয়াঙ্কার পরিবারের সব আত্মীয়-স্বজনের সঙ্গে নাকি নিকের আলাপ করিয়ে দেওয়া হয় l মা ছাড়াও বিশেষ ডিনার পার্টিতে নিকের সঙ্গে তাঁর অন্যান্য বলিউডের বন্ধুদের সঙ্গেও আলাপ করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা । শনিবার রাতে প্রিয়াঙ্কার বাড়িতে আয়োজিত বিশেষ পার্টিতে আমন্ত্রিত ছিলেন বোন পরিণীতি চোপড়া, আলিয়া ভাট সহ আরো অন্যান্যরা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নিকের জন্য আমেরিকার লস অ্যাঞ্জেলসে থাকার কথাই ভাবছেন প্রিয়াঙ্কা। এছড়াও প্রিয়াঙ্কা তাঁর বাকি জীবনের পদক্ষেপও নিকের কথা ভেবেই করছেন বলেই শোনা যাচ্ছে।