নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি, ২৫শে নভেম্বর : তিনশো কেজি গাঁজা সহ গ্রেফতার ৫ জন৷ আটক করা হয়েছে একটি ট্রাক ও স্করপিও গাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর ছিল ত্রিপুরা থেকে প্রচুর গাঁজা বিহারে পাচার হবে। সেই মতো কোতয়ালি থানার থানার বিশাল পুলিশ বাহিনী জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে নাক তল্লাশি করে একটি ট্রাক ও স্করপিও গাড়ি থেকে উদ্ধার করে প্রচুর গাজার প্যাকেট। ট্রাক ও স্করপিও থেকে উদ্ধার হওয়া গাজার পরিমাণ প্রায় ৩০০ কেজি। ধৃতদের রবিবার জলপাইগুড়ি স্পেশাল আদালতে তোলা হবে।
তিনশো কেজি গাঁজা সহ গ্রেফতার ৫ জন
তিনশো কেজি গাঁজা সহ গ্রেফতার ৫ জন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram