নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা, ১৩ই ডিসেম্বর :সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা মাকে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।প্রানভয়ে বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ দম্পতি । মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাদুড়া গ্রামের ঘটনা। আক্রান্তদের অভিযুক্ত ওই দুই যুবকের নাম নীলেন্দু ও নিধু মণ্ডল।
বৃদ্ধ দম্পতির নাম নাম নৃপেন মন্ডল ও বেলি মণ্ডল। তারা দুই ছেলে নীলেন্দু ও নিধু মণ্ডলকে নিয়ে বেলডাঙা থানার ভাদুড়া গ্রামেী থাকতেই। দুই ছেলের মধ্যে ছোট ছেলে নীলেন্দু মণ্ডল আবার বেলডাঙা থানার সিভিক ভলান্টিয়ার। ওই দম্পতির অভিযোগ তারা প্রায় ৯ মাস ধরে দুই ছেলের অত্যাচার সোজ্য করছেন, বারবার বাড়ি সহ সমস্ত কিছু তাদের নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি প্রানে মেরে দেওয়ায়ও হুমকি দিচ্ছে।
এই ঘটনার কথা বেলডাঙা থানায় জানান হলেও কোন ব্যবস্থ্যা নেওয়া হয়নি বলে অভিযোগ ঐ দম্পতির। বাধ্য হয়েই প্রানের ভয়ে বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ দম্পতি। এখন সুবিচারের আশায় প্রশাসনের দিকেই তাকিয়ে ঘর ছাড়া বৃদ্ধ দম্পতি