দক্ষিন ২৪ পরগনার সোনারপুরের গোবিন্দপুর এ বিস্ফোরণের পর বাজি কারখানার তদন্তে এলো ফরেন্সিক দলI বুধবার বিকেল তিনটে নাগাদ ফরেন্সিক দলের সদস্যরা আসেন এই গোবিন্দ পুরেI
ফরেন্সিক দল এর সাথে ছিলেন সোনারপুর থানার পুলিশ কর্মীরাI ঘটনাস্থল খতিয়ে দেখে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারাI মূলত এই বাজি কারখানায় কি ধরনের বাজি তৈরি হতো বা কোন বিস্ফোরক তৈরি হতো কিনা সেই তদন্ত করছে ফরেন্সিক দলের কর্মীরাI পাশাপাশি কিভাবে এই বাজি কারখানায় আগুন লাগল সে বিষয়ে খতিয়ে দেখছেন ফরেন্সিক দলের কর্মীরাI