মালদা টাউন স্টেশনে অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করল মালদা জিআরপি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ভগবান রাম। সে কেন্দ্রীয় বাহিনীর কর্মী। গরমে মালদা টাউন স্টেশন এসে অসুস্থ হয়ে পড়ে। অন্যান্য যাত্রীরা তাকে দেখতে পেয়ে মালদা জিআরপি তে খবর দেয় । এরপর জিআরপি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ। তবে কি কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট হয়নি।