মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে মঙ্গলবার ইফতার মজলিস অনুষ্ঠিত হলো ,বহরমপুর দলীয় কার্যালয়ে সারা জেলা থেকে কয়েক হাজার কর্মী এসেছিলেন এই ইফতারে অংশ নিতে l উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ l মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি তথা নাওদার বিধায়ক আবু তাহের খান ইফতার মজলিশে অনুপস্থিত থাকায় কংগ্রেস নেতৃত্বের কপালে চিন্তার চাপ স্পষ্ট ,মত রাজনৈতিক মহলের l অধীরবাবু বলেন আবুতাহের খানের না আসার কারণ তার জানা নেই l