স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে খুনের চেষ্টা করল তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মোহনা এলাকায়। গুরুতর জখম স্বামী রিন্টু শেখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে 10 বছর আগে সিমপা বিবির সাথে বিয়ে হয় রিন্টু শেখের। রিন্টু পেশায় ভিন রাজ্যের শ্রমিক। সোমবার রাতে সে বাড়িতে ফেরে।আর রাতেই স্ত্রীর হাতে আক্রান্ত হয়েছে সে। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে মানিকচক থানায়। অভিযুক্ত স্ত্রী সিম্প বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে তার স্ত্রীর সাথে পরপুরুষের সম্পর্ক রয়েছে সাত মাস আগে এ খবর জানতে পারে রিন্টু। স্ত্রীকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলে। এরপর ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতে চলে যায় সে । এদিন রাতে বাড়িতে ফিরে দেখে স্ত্রী ওই একই সম্পর্কে লিপ্ত রয়েছে। এর প্রতিবাদ করাতেই ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী তাকে খুনের চেষ্টা করে। তার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের আত্মীয় পাড়া প্রতিবেশী ও গ্রামবাসীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্রামবাসীরা হাতেনাতে অভিযুক্ত স্ত্রীকে ধরে ফেলে। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।