স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪তারিখ রাত থেকেই ১৫ তারিখ সারা দিন সারাদেশের সাথে নানান অনুষ্ঠানে সামিল মালদা জেলা।স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ তারিখ রাত্রিবেলা মালদা কলেজ ময়দানে ইংরেজবাজার পৌরসভা ও মালদা কলেজের উদ্যোগে পুরসভা বনাম মালদা কলেজ কর্তৃপক্ষের ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে জয়ী হয় মালদা কলেজ কর্তৃপক্ষ। অভূতপূর্বভাবে এই খেলায় অংশগ্রহণ করে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান বাবলা সরকার।
পাশাপাশি এ দিন রাত্রি ১২টার পরই মালদা শহরের নেতাজি মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
১৫তারিখ সকালে জেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য পাশাপাশি জেলা পুলিশ লাইন ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ।
এছাড়াও ইংরেজবাজার পৌরসভা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাধীনতা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজনও করা হয়েছিল।