কালো মেঘে ঢাকা উত্তরবঙ্গের আকাশ । সকাল থেকে আকাশের মুখ ভার, শিলিগুড়ি ও তার পাশ্ববর্তী এলাকায় কালো মেষে ঢাকা গোটা আকাশ। সমতলের পাশাপাশি শৈল শহরের দার্জিলিঙেও একই চিত্র লক্ষ করা যায় এদিন। শনিবার দুপুরে পরে সমতলে বৃষ্টির পর অনেকটাই কমেছে তাপমাত্রা, প্রচন্ড গরমের পর এমন মনোরম পরিবেশ পেয়ে বেশ খুশীতে শহরবাসী।
রবিবার ছটির দিনে ভোর সকাল থেকেই শহরে আকাশ কালো মেঘে আচ্ছন্ন থাকায় প্রায় সন্ধ্যা পরিবেশ ফুটে ওঠে গোটা এলাকা। অন্যদিকে পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে একই চিত্র। শৈল শহর দার্জিলিঙের একদিন মেঘলা পরিবেশ থাকায় অনেকটা শীতের আমেজ উপভোগ করচ্ছে পর্যটক থেকে স্থানীয় সকলেই।
সকাল থেকে আকাশের মুখ ভার, শিলিগুড়ি ও তার পাশ্ববর্তী এলাকায় কালো মেষে ঢাকা গোটা আকাশ। সমতলের পাশাপাশি শৈল শহরের দার্জিলিঙেও একই চিত্র লক্ষ করা যায় এদিন। শনিবার দুপুরে পরে সমতলে বৃষ্টির পর অনেকটাই কমেছে তাপমাত্রা, প্রচন্ড গরমের পর এমন মনোরম পরিবেশ পেয়ে বেশ খুশীতে শহরবাসী।
রবিবার ছটির দিনে ভোর সকাল থেকেই শহরে আকাশ কালো মেঘে আচ্ছন্ন থাকায় প্রায় সন্ধ্যা পরিবেশ ফুটে ওঠে গোটা এলাকা। অন্যদিকে পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে একই চিত্র। শৈল শহর দার্জিলিঙের একদিন মেঘলা পরিবেশ থাকায় অনেকটা শীতের আমেজ উপভোগ করচ্ছে পর্যটক থেকে স্থানীয় সকলেই।
আর ও পড়ুন পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
সকাল থেকে আকাশের মুখ ভার, শিলিগুড়ি ও তার পাশ্ববর্তী এলাকায় কালো মেষে ঢাকা গোটা আকাশ। সমতলের পাশাপাশি শৈল শহরের দার্জিলিঙেও একই চিত্র লক্ষ করা যায় এদিন। শনিবার দুপুরে পরে সমতলে বৃষ্টির পর অনেকটাই কমেছে তাপমাত্রা, প্রচন্ড গরমের পর এমন মনোরম পরিবেশ পেয়ে বেশ খুশীতে শহরবাসী।
রবিবার ছটির দিনে ভোর সকাল থেকেই শহরে আকাশ কালো মেঘে আচ্ছন্ন থাকায় প্রায় সন্ধ্যা পরিবেশ ফুটে ওঠে গোটা এলাকা। অন্যদিকে পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে একই চিত্র। শৈল শহর দার্জিলিঙের একদিন মেঘলা পরিবেশ থাকায় অনেকটা শীতের আমেজ উপভোগ করচ্ছে পর্যটক থেকে স্থানীয় সকলেই।
সকাল থেকে আকাশের মুখ ভার, শিলিগুড়ি ও তার পাশ্ববর্তী এলাকায় কালো মেষে ঢাকা গোটা আকাশ। সমতলের পাশাপাশি শৈল শহরের দার্জিলিঙেও একই চিত্র লক্ষ করা যায় এদিন। শনিবার দুপুরে পরে সমতলে বৃষ্টির পর অনেকটাই কমেছে তাপমাত্রা, প্রচন্ড গরমের পর এমন মনোরম পরিবেশ পেয়ে বেশ খুশীতে শহরবাসী।