উষ্ণায়ন নিয়ে বিশ্ববাসীকে সচেতন করতে প্রায় ৮ হাজার কিমি সাইকেল অভিযান করলো এক কলেজ ছাত্র। প্রায় ১৮০ দিনের এই সাইকেল ভ্রমনে কালে সে ইতিমধ্যেই এই দেশের প্রায় ১৩টি রাজ্য ঘুরে ফেলেছে জ্যোতিষ্ক বিশ্বাস । সোমবার মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সম্বধর্না দেওয়া হয়। এই জেলাই গর্ব জ্যোতিস্তে সম্বধর্নার পাশাপাশি তার এই সাইকেল র্যাুলিকে সাধুবাদ জানিয়েছেন পৌরপিতা নীর রতন আঢ্য