কোচবিহার- অবৈধভাবে ভারতে ঢুকে ঘাঁটি গেড়ে বসে পাচারচক্র চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ।জানা গিয়েছে,বাংলাদেশি ওই নাগরিকের আসল নাম মহম্মদ উজ্জ্বল। তাঁকে অপরাধমূলক কাজে সহযোগিতা করার জন্য এক ভারতীয়কেও গ্রেফতার করেছেন পুলিশ।ওই ভারতীয়র বাড়ি হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জ এলাকায়।আটক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে নকল ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড,রেশন কার্ড,জন্ম সার্টিফিকেট,পাঁচটি প্যানকার্ড উদ্ধার করেছে। পাওয়া গিয়েছে,দুটি বাংলাদেশি সিম কার্ড এবং ওই দেশের একটি ভোটার কার্ড। তবে উদ্ধার হওয়া ভারতীয় নকল নথিপত্রগুলিতে তার নাম উল্লেখ করা আছে মহম্মদ জিয়ারুল।বাংলাদেশি ভোটার কার্ডে নাম মহম্মদ উজ্জ্বল। এই ঘটনাতেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ওই বাংলাদেশি নাগরিক গত ৩০ মার্চ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য ওইদিন সন্ধ্যায় পাসপোর্ট ভিসা নিয়ে হাজির হন। ইমিগ্রেশন দপ্তরের কর্তারাতাঁকে জিজ্ঞাসাবাদ করতেই তার উত্তরে নানা অসংগতি ধরা পড়ে।এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।এবিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি মণিভুষণ সরকারকে নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙার(Mathabahanga) অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই।তিনি বলেন,পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।ইতিমধ্যেই বেশকিছু তথ্য উদ্ধার হয়েছে। এই নকল তথ্যগুলো সে কিভাবে বানালো এবং যে ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে ধৃত বাংলাদেশি নাগরিকের কি সম্পর্ক সবটাই যাচাই করা হচ্ছে।
এই দেশে ওই বাংলাদেশি নাগরিক কোন ওষুধ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের বাকিদের খুঁজতে চলছে তদন্ত। প্রতিনিয়ত ওপার বাংলা থেকে এই ধরনের নাম ভাড়িয়ে অনু প্রবেশের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গতে।
