খেলা – নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। এটি টিম ইন্ডিয়ার তৃতীয়বারের মতো মহিলা বিশ্বকাপ ফাইনালে ওঠা। ম্যাচের নায়ক জেমিমা রডরিগস হাঁকালেন দুর্দান্ত শতরান, যা ভারতের জয়ের ভিত্তি গড়ে দেয়।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে তোলে ৩৩৮ রানের বিশাল স্কোর। জবাবে টিম ইন্ডিয়া ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের দৌলতে ৪৮.৩ ওভারেই জয় নিশ্চিত করে নেয়। ব্যাট হাতে জেমিমা রডরিগসের ঝড়ো ইনিংস এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনবদ্য নেতৃত্বে ভারত ম্যাচে দাপট দেখায়। বল হাতে দীপ্তি শর্মা ও শ্রী চরণীর বোলিংও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই জয়ের পর গোটা দেশ উচ্ছ্বসিত। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, “প্রত্যেক ভারতীয়র কাছে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা শুধুমাত্র একটা জয় নয়, এটা সাহস, বিশ্বাস এবং অদম্য ইচ্ছের রূপকথা। তোমরা গোটা দেশকে গর্বিত করেছ, আর ছোট ছোট মেয়েদের মধ্যে স্বপ্ন দেখার সাহস জাগিয়ে তুলেছ।”
অন্যদিকে ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অসাধারণ একটা জয়। খুব ভালো খেলেছ জেমিমা রডরিগস। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে হরমনপ্রীত কৌর। বল হাতে দীপ্তি শর্মা ও শ্রী চরণী খেলাটাকে জীবিত রেখেছিল। দেশের তেরঙা আরও উঁচুতে ওড়াও।”
এখন গোটা দেশের চোখ ২ নভেম্বরের ফাইনালের দিকে, যেখানে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে—ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে হরমনপ্রীতদের টিম ইন্ডিয়া।




















