পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ৬ নম্বর জাতীয় সড়কে শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল একটি গ্যারাজ এলাকা। রাস্তার পাশে সার্ভিসিংয়ের সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে একটি গ্যাস ট্যাঙ্কারে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাতজন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ট্যাঙ্কারটি খালি থাকলেও বিস্ফোরণের তীব্রতা ছিল প্রবল। ঘটনাস্থলের কাছেই দাঁড়িয়ে থাকা দুটি খালি স্কুলবাস ও একটি লরি ক্ষতিগ্রস্ত হয়। জখমদের প্রথমে ডেবরা হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, ট্যাঙ্কারে আগুন ধরে গেছে এবং টুকরো ছিটকে গিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিস্ফোরণের অভিঘাতে এক বাইক আরোহীও জখম হন।
বিস্ফোরণের কারণ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। গ্যাস ট্যাঙ্কারটি সম্পূর্ণ খালি ছিল কি না, কিংবা তাতে অন্য কোনও রাসায়নিক পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গাড়িচলাচল ব্যস্ত এই জাতীয় সড়কে এমন ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
