বিয়ের ৫ মাসেই ‘বোল্ড লুকে’ শ্বেতা! চুল কেটে চমকে দিলেন অনুরাগীদের

বিয়ের ৫ মাসেই ‘বোল্ড লুকে’ শ্বেতা! চুল কেটে চমকে দিলেন অনুরাগীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বিয়ের মাত্র পাঁচ মাস পরেই বড়সড় চমক দিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। অভিনেতা রুবেল দাসের সঙ্গে ঘর বাঁধার পরেও অভিনয় ও সংসার সমানভাবে সামলাচ্ছেন শ্বেতা। এর মধ্যেই হঠাৎ বদলে ফেললেন নিজের লুক। সোশ্যাল মিডিয়ায় নতুন হেয়ারস্টাইলের ছবি শেয়ার করে রীতিমতো চমকে দিলেন ভক্তদের।

শ্বেতার সাম্প্রতিক পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, লম্বা চুলের জায়গায় শর্ট ব্লান্ট হেয়ার কাট, সামনের চুলে চাইনিজ কাটের ছোঁয়া। পরনে কালো লেদার জ্যাকেট, ম্যাচিং টি-শার্ট ও প্যান্ট। কানে রিং দুল ও নাকে সেপ্টাম পিয়ার্সিং—সম্পূর্ণ এক নতুন লুকে ধরা দিলেন শ্বেতা। এমন চেহারায় তাঁকে দেখে অনেকেই চিনতেই পারছেন না।

ছবির ক্যাপশনে শ্বেতা লেখেন, “ম্যায় খুদ কি ফেভারিট হু”, যার বাংলা অর্থ “আমি নিজের প্রিয়”। তাঁর এই সাহসী রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। স্বামী রুবেল দাস কমেন্টে লেখেন, “সোয়াগ অ্যান্ড বিউটি টুগেদার”।

তবে সূত্র বলছে, বাস্তবে নয়, ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-এর একটি দৃশ্যের জন্য এই নতুন লুক। কারণ, বাঙালি সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী, বিয়ের এক বছরের মধ্যে নারীরা চুল কাটেন না। শ্বেতার এই রূপ তাই অভিনয়ের প্রয়োজনে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি রুবেল ও শ্বেতার বিয়ে হয় ঘটা করে। বিয়েতে শ্বেতা সাজেন ঐতিহ্যবাহী বাঙালি বধূর মতো, আর রিসেপশনে সাদা লেহেঙ্গায় মুগ্ধ করেন সকলকে। তাঁদের প্রেমের শুরু ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সেট থেকে, যা পরে পরিণতি পায় বিবাহবন্ধনে। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে শ্বেতার বাড়িতে গিয়ে রীতিমতো বাঙালি রীতিতে খাওয়াদাওয়া সারেন রুবেল।

নায়িকার এই নতুন লুক প্রমাণ করে দিল, তিনি শুধু ধারাবাহিকের পর্দায় নয়, ব্যক্তিত্ব ও স্টাইলেও বরাবরই নিজের ছাপ রাখেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top