বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা সুকু শেখ দুস্থ দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করলেন বৃহস্পতিবার l পবিত্র ঈদে যাতে দুস্থ মানুষেরা নতুন পোষাক পরতে পারে সেই জন্যই তার এই মহতী উদ্যোগ বলে জানা যায় l বহরমপুর অতীশ সিংহ ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বস্ত্র বিতরণ করা হয় l সুকু বাবুর এই উদ্যোগে খুশি বস্ত্র প্রাপকেরা l