Notice: Accessing static property WPB_YourChannel::$yrc_permission as non static in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/yourchannel/YourChannel.php on line 53 বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হলেন ১৫-২০ জন - Shine TV 24×7
ছটপুজো সেরে বাড়ি ফেরার পথে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হলেন ১৫-২০ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ভাঙচুর করা হয় বাইকটি। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়কও অবরোধ করা হয়। ঘটনাটি জামুড়িয়া ৬০ নম্বর জাতীয় সড়ক ভূত বাংলা মোড়ের।