মেয়ে কৃষভির প্রথম জন্মদিনে অন্যরকম উদযাপন কাঞ্চন-শ্রীময়ীর

মেয়ে কৃষভির প্রথম জন্মদিনে অন্যরকম উদযাপন কাঞ্চন-শ্রীময়ীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – গত বছরের ২ নভেম্বর অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জীবনে এসেছিল তাঁদের কন্যা কৃষভি — ঠিক কালীপুজোর দু’দিন পর। ২০২৪ সালে একেবারে নিঃশব্দে মাতৃত্বের আনন্দে ভেসেছিলেন শ্রীময়ী। এক বছর কেটে গিয়ে যখন মেয়ের প্রথম জন্মদিন এল, তখনও সেই মুহূর্তটিকে করে তুললেন আলাদা ও আবেগে ভরা।

শনিবার থেকেই কৃষভির জন্মদিনের তোড়জোড় শুরু হয় মল্লিক পরিবারের। শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে জানান, মেয়ের প্রাক-জন্মদিন উদযাপন করেছেন এক বিশেষ মানুষের সঙ্গে — সেই চিকিৎসক, যাঁর তত্ত্বাবধানেই জন্ম হয়েছিল কৃষভির। গর্ভাবস্থার সময় নানা জটিলতা থাকা সত্ত্বেও, চিকিৎসকের যত্নে তিনি ৯ মাসের সফরটা সম্পূর্ণ করেছেন নিরাপদে। পোস্টে শ্রীময়ী লিখেছেন, “কৃষভি হয়তো এই পৃথিবীর আলোই দেখত না যদি আমার চিকিৎসক আমার পাশে না থাকতেন।”

প্রিয় চিকিৎসকের হাতেই কেক কেটে প্রাক-জন্মদিন পালন করেন কাঞ্চন ও শ্রীময়ী। ছোট্ট কৃষভিও হাসিতে মুগ্ধ করে ফেলে সবাইকে। মধ্যরাতে পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে প্রথম জন্মদিন উদযাপন করেন তারকাদম্পতি।

জানা যায়, গত বছর দোলের দিনই জানতে পারেন শ্রীময়ী যে তিনি মা হতে চলেছেন। কিন্তু বিয়ের পরপরই খবরটি আসে, তাই দু’জনে সিদ্ধান্ত নেন বিষয়টি একেবারে গোপন রাখবেন। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও মিডিয়া বা অনুরাগীদের কেউ pi টের পাননি। ২০২৪ সালের দিওয়ালির পরের দিন জন্ম নেয় কৃষভি।

মেয়েকে নিয়ে কাঞ্চন-শ্রীময়ীর ভালোবাসার প্রকাশও ছিল ব্যতিক্রমী। জন্মের ছ’মাস পর্যন্ত একরত্তিকে জনসমক্ষে আনেননি তাঁরা। অনেকের মনে তখনই কৌতূহল— “কৃষভি দেখতে কাদের মতো?” অবশেষে অক্ষয় তৃতীয়ার দিন মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে প্রথমবার প্রকাশ্যে আনা হয় ছোট্ট কৃষভির ছবি।

আজ এক বছরে পা দেওয়া কৃষভি যেন মল্লিক দম্পতির জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো। তাদের এই পারিবারিক উদযাপন এখন ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ও শুভেচ্ছায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top