উত্তর ২৪ পরগনা- হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বদ্যিপাড়া গঙ্গা ঘাট সংলগ্ন একটি শিব মন্দিরে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ও শিবঠাকুরের ছবি ভেঙে দেওয়া হয়েছে।কে বা কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা ও বিজেপি কর্মীরা মন্দির ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় নামেন এবং পথ অবরোধ করেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হালিশহর থানার পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে মন্দির পুনর্নির্মাণ এবং দোষীদের শাস্তির আশ্বাস দেওয়া হয়। এরপরই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক এবং ক্ষোভ এখনও রয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
