মনোনয়ন শেষে কালীঘাটে জরুরি বৈঠকে বসবেন মমতা-অভিষেক,

মনোনয়ন শেষে কালীঘাটে জরুরি বৈঠকে বসবেন মমতা-অভিষেক,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মনোনয়ন শেষে কালীঘাটে জরুরি বৈঠকে বসবেন মমতা-অভিষেক, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে মনোনয়ন পেশ পর্ব। আর শনিবারই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। নির্বাচনের দায়িত্বে থাকা দলীয় কমিটির সদস্যরাও ওই বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর। কালীঘাটের সেই বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। ভোট ঘোষণার অনেক আগেই নির্বাচনী কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। ১৮ জনের সেই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ), জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder ), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhatacharya ) সহ দলের শীর্ষনেতারা।

 

 

 

 

মনোনয়ন শেষ হলেই শুরু হবে ভোটপর্বের প্রস্তুতি। তার আগেই বৈঠকে বসতে চাইছেন মমতা ( Mamata Banerjee) । অন্যদিকে, শুক্রবার শেষ হচ্ছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। ওই দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে একই মঞ্চে বক্তব্য পেশ করবেন মমতা (Mamata Banerjee ) ও অভিষেক ( Abhishek Banerjee )। ভোট ঘোষণার অনেক আগেই নির্বাচনী কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) । ১৮ জনের সেই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ), জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder ), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhatacharya ) সহ দলের শীর্ষনেতারা।

 

 

 

আরও পড়ুন –   বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন, পাহারা দিয়ে নিয়ে যাবেন ওসি, নির্দেশ হাই…

 

আরও পড়ুন –  মনোনয়নের শেষবেলায় বাজিমাত করবে তৃণমূল, আত্মবিশ্বাসী কুণাল,

 

গত সপ্তাহে শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের প্রক্রিয়া। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন ঘিরে নানা অভিযোগ তুলেছেন বিরোধীরা। সামনে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও। টিকিট নিয়ে অসন্তোষ, দলবদলের ছবিও প্রকাশ্যে আসছে। প্রথম দিকে শাসক  দলের (TMC) মনোনয়নের সংখ্যা কম থাকলেও বুধবার একধাক্কায় সেই সংখ্যা অনেকটাই বেড়েছে ।

 

 

( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলে করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top