Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিজেপির পার্থক্য বোঝালেন নাড্ডা। আর কী কী ছিল তাঁর বক্তব্যে?

লক্ষ্য লোকসভা! ত্রিপুরার সভায় কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে বিজেপির পার্থক্য বোঝালেন নাড্ডা। আর কী কী ছিল তাঁর বক্তব্যে?

লক্ষ্য লোকসভা! ত্রিপুরার সভায় কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে বিজেপির পার্থক্য বোঝালেন নাড্ডা। আর কী কী ছিল তাঁর বক্তব্যে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

লক্ষ্য লোকসভা! ত্রিপুরার সভায় কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে বিজেপির পার্থক্য বোঝালেন নাড্ডা। আর কী কী ছিল তাঁর বক্তব্যে? ত্রিপুরার শান্তিরবাজারের সভা থেকেই কার্যত আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন BJP র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda)। গত ৯ বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশের অর্থনীতি, শিল্প ক্ষেত্রের কতটা উন্নতি হয়েছে, কীভাবে দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে তাও তুলে ধরেন তিনি। এরই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে BJP র পার্থক্য কোথায় তাও বোঝালেন তিনি।

 

 

 

 

ওই সভায়, ২০১৪ সালের আগে, কংগ্রেসের সময়ে দেশের কী অবস্থা ছিল এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কী কী পরিবর্তন হয়েছে তাও বলেন জেপি নাড্ডা।তিনি বলেন, “২০১৪ আগে,কংগ্রেসের শাসনকালে, সব কিছুতেই ছিল প্রচুর দুর্নীতি। বিমান কেনা থেকে শুরু করে প্রতিরক্ষার জন্য জিনিস বা অস্ত্র কেনা,সব ক্ষেত্রেই ছিল দুর্নীতি। যেদিকে তাকাবেন সেই দিকেই দুর্নীতি।তাঁরা কোন সিদ্ধান্ত নিতে পারত না।দেশের সীমান্ত এবং সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়নি।কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন আমূল পরিবর্তন এসেছে।

 

 

 

 

দেশের জিডিপি যেমন বাড়ছে,তেমনই ভারত এখন বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসাবে উঠে আসছে।অর্থনৈতিক উন্নতি, সামাজিক ক্ষেত্রে উন্নতির সঙ্গে দেশের সীমান্ত রক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে।এই কাজ করা হচ্ছে কোন রকম দুর্নীতি না করেই।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তিতে‘সেবা,সুশাসন এবং গরিব কল্যাণ’শীর্ষক ওই সভায় দেশের মহিলা,যুব,কৃষক থেকে শুরু করে একেবারে প্রান্তিক শ্রেণির মানুষ কীভাবে পরিষেবা পাচ্ছেন তাও তুলে ধরেন জেপি নাড্ডা।

 

 

 

 

 

আর BJPর অর্থ হল উন্নয়ন,সুশাসন,শিক্ষা,স্বাস্থ্য,রেল,রাস্তার উন্নতি।এরই সঙ্গে মহিলা এবং যুবদের উন্নতি করে তাদের আর্থিক নিশ্চয়তা দেওয়া।BJPর অর্থ হল‘সবকা সাথ,সবকা বিকাশ।”গত ৯ বছরে উত্তরপূর্ব ভারতের মতই ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কী করা হয়েছে তাও বলেন জেপি নাড্ডা ।

 

 

 

আরও পড়ুন –  গরম কমবে না! দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে? কি বলছে হাওয়া…

 

 

আরও বলেন,“শুধুমাত্র উন্নয়ন নয়,কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে BJPর কী ফারাক আছে তাও বুঝতে হবে।কংগ্রেস মানেই ‘ কোরাপশান’,কমিশন, কুশাসন,পরিবারতন্ত্র এবং‘নেপোটিজম’। সিপিএম মানে হল ‘টার্গেটেড কিলিং’,সরকারির অর্থ লুট করা, অরাজকতা এবং আইনশৃঙ্খলার অভাব,রেশনের মাল লুট করা, মহিলাদের ওপর অত্যচার এবং রাজনৈতিক হিংসা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top