ভিডিয়ো কল করে আত্মহত্যা করলেন প্রেমিক ,দেখলেন প্রেমিকা, গলায় দড়ি দিয়ে প্রথমে ডেমো ছবি তুললেন প্রেমিক। সেই ছবি পাঠালেন প্রেমিকাকে। তারপর ভিডিয়ো কল করে আত্মহত্যা করলেন তিনি। যদিও পরিবারের দাবি, ফোন কাটার পর গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন তিনি। চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। সোমবার সকালে সুব্রত বিশ্বাস নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান প্রেমে বনিবনা না হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। সোমবার সকালে সুব্রত বিশ্বাস নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান প্রেমে বনিবনা না হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে খবর, সুব্রত একটি ফাইন্যান্স কোম্পানিতে কর্মরত। এ দিন মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠানো হয়েছে।এ দিন ভোর নাগাদ সুব্রতর ঘরে প্রথমে আলো জ্বলতে দেখেন তাঁর ঠাকুমা। ভেবেছেন নাতি জেগে রয়েছে। সেই কারণে ডাকাডাকি করতে থাকেন তিনি। কিন্তু সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মারেন। তখনই দেখেন ঝুলন্ত অবস্থায় সুব্রতকে। মৃতের পাশ থেকে একটি ফোন উদ্ধার হয়েছে।
মৃতের বাবা শ্যামল বিশ্বাস বলেন, “প্রেম ঘটিত একটা সম্পর্কের কথা শুনছি। আমরা জানতাম না কিছুই। ওদের যে বিয়ে হবে তাও জানতাম না। ও তো ওর কাজ নিয়েই ব্যস্ত থাকত। ঘটনা ঘটার পর জানলাম।”
আরও পড়ুন – কি ভাবে ভেঙে পড়ল দুন ডিফেন্স আকাদেমি ভবন, ভাসিয়ে নিয়ে গেল বন্যার…
আরও পড়ুন – বসার ঘরে লাকি ব্যাম্বু রেখেছেন? লাকি ব্যাম্বু গাছের যত্ন নেবেন কী ভাবে?…
ফোন থেকে ভালবাসার সম্পর্কের কথা জানা গিয়েছে। উদ্ধার হয়েছে দুজনের চ্যাট। পরিবারের তরফে জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে গত শনিবার একটি মন্দিরে তাঁদের বিয়ে করার কথা ছিল। তা নিয়েই দুজনের মধ্যে বচসা হওয়ার পরেই এই আত্মহত্যা।
( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )