Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পঞ্চমী-ষষ্ঠী ভোরে থাকছে মেট্রো, জেনে নিনি সময়সুচি

পঞ্চমী-ষষ্ঠী ভোরে থাকছে মেট্রো, জেনে নিনি সময়সুচি

পঞ্চমী-ষষ্ঠী ভোরে থাকছে মেট্রো, জেনে নিনি সময়সুচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পঞ্চমী-ষষ্ঠী ভোরে থাকছে মেট্রো, জেনে নিনি সময়সুচি

আজ মহা পঞ্চমী। তবে কলতাকা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঠাকুর দেখার ভিড়। এই ভিড়ে রাতে বেরোতে ভয় পাচ্ছেন? বা গাড়ি নিয়ে গেলে কোথায় গাড়ি পার্কিং করবেন তার চিন্তা? এবার কলকাতা মেট্রোর তরফ থেকে জানিয়ে দিল সুখবর। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পঞ্চমী আর ষষ্ঠী এই দু’দিন কলকাতার মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিট থেকেই।

 

উত্তর-দক্ষিণ মেট্রো পরিষেবা অর্থাত্‍ মেট্রোর যে লাইন ওয়ান দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ২৬টি স্টেশন জোড়ে, সেই রুটেই পঞ্চমী এবং ষষ্ঠীর জন্য থাকছে সকালের বিশেষ পরিষেবা। দমদম এবং কবি সুভাষ— দুই স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫০ মিনিটে। অন্য দিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অর্থাত্‍ শহরতলির দর্শনার্থীও কলকাতার পুজো দেখতে বেরিয়ে পড়তে পারবেন সকাল থেকেই।

আরও পড়ুনঃ টাকি দু দেশের সীমান্তর রক্ষী ফ্ল্যাগ মিটিং আলিঙ্গন মিষ্টি মুখের মধ্য দিয়ে চূড়ান্ত হল বিসর্জনের দিন

দুর্গাপুজোর মূল তিন দিন অর্থাত্‍ সপ্তমী, অষ্টমী এবং নবমীর জন্য বিশেষ মেট্রো পরিষেবার কথা আগেই ঘোষণা করেছিল কলকাতা মেট্রো। তবে সেই সময় পঞ্চমী-ষষ্ঠীর জন্য আলাদা করে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু গত বারের ষষ্ঠীর ভিড়কে মেট্রো তৃতীয়াতেই টপকে যাওয়ায় জনস্রোত সামলাতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেট্রো জানিয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠীর দিনও পুজোর বাকি দিনগুলির মতো ২৮৮টি (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন) মেট্রো চলাচল করবে। সকাল ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হওয়ার পর থেকে উত্তর-দক্ষিণ মেট্রো লাইনে ৫-৬ মিনিটের ব্যবধানে নিয়মিত চলবে মেট্রোরেল। এই দু’টি দিন শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রওনা হবে রাত ১০টা ৪০ মিনিটে।

 

সপ্তমী থেকে নবমী পর্যন্ত দিনের শেষ মেট্রো

ভোর ৩টে ৪৮— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

ভোর ৩টে ৪৮— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

ভোর ৪টে— দমদম থেকে কবি সুভাষ

ভোর ৪টে— কবি সুভাষ থেকে দমদম

 

দশমীতে দিনের প্রথম মেট্রো পরিষেবা

দুপুর ১টা— দমদম থেকে দক্ষিণেশ্বর

দুপুর ১টা— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

দুপুর ১টা—দমদম থেকে কবি সুভাষ

দুপুর ১টা— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

 

শেষ পরিষেবা

রাত ৯টা ৪৮— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

রাত ৯টা ৫০— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

রাত ১০টা— দমদম থেকে কবি সুভাষ

রাত ১০টা— কবি সুভাষ থেকে দমদম

 

একাদশী থেকে ত্রয়োদশী প্রথম পরিষেবা

সকাল ৬টা ৫০— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

সকাল ৬টা ৫০— দমদম থেকে কবি সুভাষ

সকাল ৬টা ৫৫— দমদম থেকে দক্ষিণেশ্বর

সকাল ৭টা— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

 

শেষ পরিষেবা

রাত ৯টা২৮— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

রাত ৯টা ৩০— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

রাত ৯টা ৪০— দমদম থেকে কবি সুভাষ

রাত ৯টা ৪০— কবি সুভাষ থেকে দমদম

স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top