Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Afghan national footballer dies after falling from US plane in mid-air

মাঝ আকাশে মার্কিন বিমান থেকে পড়ে মৃত্যু আফগানের জাতীয় ফুটবলারের (Footballer)

মাঝ আকাশে মার্কিন বিমান থেকে পড়ে মৃত্যু আফগানের জাতীয় ফুটবলারের (Footballer)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাঝ আকাশে মার্কিন বিমান থেকে পড়ে মৃত্যু আফগানের জাতীয় ফুটবলারের ( Footballer )। কাবুল থেকে একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, মাঝ আকাশে থাকা একটি প্লেন থেকে তিনজন পড়ে যাচ্ছে।  তালিবানি অত্যাচারের ভয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। আর তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ( Footballer )। তালিবানের রাইফেল থেকে রক্ষা পেতে আঁকড়ে ধরেছিলেন C-17 বিমানের গিয়ার বক্স। কিন্তু মাঝ আকাশে হাওয়ার তীব্র ঝাপটায় খুলে যায় হাতের মুঠো। আমেরিকার বায়ুসেনার বিমান থেকে পরপর ৩ জনকে পড়ে যেতে দেখেছে বিশ্ব। হতভাগ্য সেই ৩ জনের মধ্যে একজন জাকি আনওয়ারি। আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল ( Footballer ) দলের অন্যতম সদস্য হিসেবে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন জাকি। কিন্তু তালিবানদের আফগানিস্তান দখলের জেরে মাত্র  ১৯ বছরেই একটি স্বপ্নের মৃত্যু।

আর ও পড়ুন    না পালালে মেরে ফেলত, শীঘ্রই আফগানিস্তানে ফিরব : আশরফ ঘানি (Ashraf Ghani)

কাবুলের গাজি ন্যাশনাল স্টেডিয়াম যার ড্রিবলের ছন্দে মেতে উঠত, সেই ‘প্রমিসিং’ জাকির কী নিদারুণ পরিণতি। দু’দিন আগেই বিমান থেকে পড়ে ১৭ বছরের রেজা আর তার ১৬ বছরের ভাই কবীরের মর্মান্তিক পরিণতির কথা জানা গিয়েছিল। বৃহস্পতিবার চিহ্নিত করা গিয়েছে আফগান জাতীয় যুব ফুটবল দলের সদস্য জাকিকে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক সাধারণ অধিদপ্তর।।  রবিবার কাবুলের দখল নেয় তালিবানরা।

 

এরপর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন বিমানবন্দরে হুলুস্থুল অবস্থা। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছেন বহুজনের। মার্কিন সেনার গুলিতেও মৃত্যু হয়েছে অনেকের। সূত্রের খবর, জাকি আনওয়ারি  হলেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্য়ে একজন, যিনি সোমবার দেশ ছাড়ার জন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর যান।যুক্তরাষ্ট্রের ইউএসএএফ বোয়িং সি -17 উঠতে না  পেরে, চাকা ধরে ঝুলে থাকার চেষ্টা করেন। কোনক্রমে দেশ ছাড়ার শেষ চেষ্টা করেন। তবে তাঁর চেষ্টা ব্যর্থ হয়। মাঝ আকাশে বিমান থেকে পড়ে যান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top