সামাজিক মাধ্যমগুলিতে (social media) বাড়ছে ইয়োহানির জনপ্রিয়তা

সামাজিক মাধ্যমগুলিতে (social media) বাড়ছে ইয়োহানির জনপ্রিয়তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
social media
সামাজিক মাধ্যমগুলিতে (social media) বাড়ছে ইয়োহানির জনপ্রিয়তা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

দেশ বিদেশের   বিভিন্ন  সামাজিক মাধ্যমে  (social media) শ্রীলঙ্কার সংগীতশিল্পী-গীতিকার ইয়োহানির স্নিগ্ধ মুখ আর তাঁর গান ‘ম্যানিকে মাকে হিতে’ বেশ জনপ্রিয় । ফেসবুক-টিকটকে মিলবে তাঁর এ গান নিয়ে শর্ট ভিডিয়োও।

 

তথ্যানুযায়ী, ২৮ বছর বয়সী ইয়োহানির জন্ম শ্রীলঙ্কার কলম্বোয়। তাঁর পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তবে শুধু ইয়োহানি নামেই পরিচিত শ্রীলঙ্কায়। সংগীতে তাঁর যাত্রা ইউটিউবার হিসেবে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ১.৪৬ মিলিয়ন। বুঝতেই পারছেন, কী জনপ্রিয় তিনি। তাঁকে শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হয়।

 

এ বছরের ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে ইয়োহানি প্রকাশ করেন তাঁর অফিশিয়াল কভার ‘ম্যানিকে মাকে হিতে’ গানটি। খুব দ্রুতই সাড়া ফেলে। তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়ে অন্তর্জালে। এ পর্যন্ত ইউটিউবে ভিডিয়োটির ভিউ পাঁচ কোটি ৭৮ লাখের বেশি।

 

আর ও পড়ুন      নুসরাতের (Nusrat) সন্তান জন্মের খবর ভুয়া, বললেন যশ

 

ইয়োহানির ইউটিউব চ্যানেলে  (social media)  ঘোরাফেরা করলে দেখা যাবে, মাত্র ২৩টি ভিডিও পোস্ট করেছেন তিনি। আর প্রায় সবগুলোরই লাখো দর্শক। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ম্যানিকে মাকে হিতে’ গান দিয়ে। বিভিন্গান দেশেও  গানটি বেশ সাড়া ফেলেছে। তাঁর কণ্ঠের প্রশংসায় অসংখ্য দর্শক। সুর বিশ্বজনীন আর ভাষা যে এ ক্ষেত্রে কোনও বাধা নয়, তা আরেক বার প্রমাণ করলেন ইয়োহানি।

ইনস্টাগ্রাম ও ফেসবুকেও (social media) বাড়ছে ইয়োহানির অনুসরণকারীর সংখ্যা। শুধু সংগীতই নয়, মডেলিংও করেন ইয়োহানি।

 

উল্লেখ্য, ২৮ বছর বয়সী ইয়োহানির জন্ম শ্রীলঙ্কার কলম্বোয়। তাঁর পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তবে শুধু ইয়োহানি নামেই পরিচিত শ্রীলঙ্কায়। সংগীতে তাঁর যাত্রা ইউটিউবার হিসেবে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ১.৪৬ মিলিয়ন। বুঝতেই পারছেন, কী জনপ্রিয় তিনি। তাঁকে শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হয়।

 

আর ও পড়ুন – অসামাজিক কাজকর্মের আখড়া চাঁচলের অর্ধসমাপ্ত স্টেডিয়াম (Stadium), অভিযোগ বাসিন্দাদের

 

এ বছরের ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে ইয়োহানি প্রকাশ করেন তাঁর অফিশিয়াল কভার ‘ম্যানিকে মাকে হিতে’ গানটি। খুব দ্রুতই সাড়া ফেলে। তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়ে অন্তর্জালে। এ পর্যন্ত ইউটিউবে ভিডিয়োটির ভিউ পাঁচ কোটি ৭৮ লাখের বেশি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top